এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ডে ক্যারি

Looks like you've blocked notifications!
অ্যালেক্স ক্যারি। ছবি : এএফপি

ক্রিকেট মানেই রেকর্ড আর রেকর্ড। প্রতিনিয়ত তৈরি হচ্ছে কতশত রেকর্ড। এবার সেই তালিকায় যোগ হলো অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারির নাম। এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ লুফে নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট দা মার্শ কাপে এই অর্জন ধরা দেয় ক্যারির হাতে। কুইন্সল্যান্ডের আট ব্যাটারের ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে নাম লেখান তিনি। বাকি দুই ব্যাটার হন বোল্ড। 

ক্রিকেটের এই সংস্করণে এক ইনিংসে আটটি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল দুজনের। দুটিই হয়েছিল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। ১৯৮২ সালে প্রথমবার কীর্তিটি গড়েছিলেন সমারসেটের উইকেটরক্ষক ডেরেক টেইলর। এরপর তার রেকর্ডটি স্পর্শ করেন উস্টারশায়ারের কিপার জেমস পাইপ। এবার তাদের সঙ্গী হলেন ক্যারি।

কুইন্সল্যান্ডের বিপক্ষে ক্যারি ৮ ক্যাচের পাঁচটিই ধরেন জর্ডান বাকিংহ্যামের বলে। সাউথ অস্ট্রেলিয়ার এই পেসার লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ ম্যাচ খেলতে নেমে ৪১ রানে নেন ৬ উইকেট। বাকিংহ্যামের ছোবলে ২১৮ রানে গুটিয়ে যায় মার্নাস লাবুশেনের নেতৃত্বাধীন কুইন্সল্যান্ড। পরে রান তাড়ায় ৩৫ বল আগে ৫ উইকেটের জয় তুলে নেয় ক্যারির সাউথ অস্ট্রেলিয়া।