পেট্রলে চললে রোজ ৩০০ ছক্কা মারতে পারতাম : আসিফ

Looks like you've blocked notifications!
পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলির ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

নিজের কথার প্যাঁচে বেশ ভালোভাবেই পড়েছেন আসিফ আলি। এক সময় তিনি বলেছিলেন, অনুশীলনে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ছক্কা মারার চেষ্টা করেন, যাতে ম্যাচে অন্তত চার-পাঁচটি মারতে পারেন। এ কথার পর প্রায় দুবছর কেটে গেছে। পাকিস্তান জাতীয় দলের বাইরেও দীর্ঘদিন এই অলরাউন্ডার। তবে, রেশ কাটেনি ২০২২ সালের এশিয়া কাপের আগে বলা সেই কথার।

সেই কথার সূত্র ধরে আবারও আলোচনায় এলেন আসিফ। আগামীকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুকে কেন্দ্র করে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। লিগে আসিফ খেলবেন পেশওয়ার জালমির হয়ে। দলটির নেতৃত্বে আছেন বাবর আজম। গণমাধ্যমে মুখোমুখি হতেই উঠে আসে প্রসঙ্গটি। জানতে চাওয়া হয়, এবার কয়টা ছক্কা মারতে চান? জবাবে আসিফ বলেন, ‘আমি তো আর পেট্রলে চলি না যে রোজ ৩০০ ছক্কা মারব।’

পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার তাদের প্রতিবেদনে জানায়, আসিফ বলেছেন, ‘পেট্রলে চললে হয়তো রোজ ৩০০ ছক্কা মারতে পারতাম। আমি তো আর পেট্রলে চলি না যে ৩০০ ছক্কা মারব। তা ছাড়া, সেবার বলা আমার কথাটাকে আপনারা (গণমাধ্যম) ভুলভাবে নিয়েছেন। আমারও বলায় ভুল ছিল।’