‘এক চোখে’-ও অনবদ্য সাকিব

Looks like you've blocked notifications!
ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সাকিব আল হাসান। ছবি : রংপুর রাইডার্স

সপ্তাহ দুয়েক আগেও সাকিব আল হাসানকে নিয়ে দেদারসে সমালোচনা চলছিল। এটি অবশ্য নতুন কিছু নয়। বিতর্ক আর সাকিব তো একই বৃন্তে দুটি ফুল। তিনিও কম যান না। যতবার বিতর্ক আসে, ততবারই জবাব দেন মাঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সাকিবের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। বিশেষত বাম চোখের সমস্যা বেশ ভোগাচ্ছিল তাকে। মাঠের খেলায়ও পড়েছে এর নেতিবাচক প্রভাব। তবে, তিনি সাকিব বলে হাল ছাড়েননি। এক চোখ নিয়েও ফিরেছেন আপন রূপে। সর্বশেষ দুই ম্যাচে তো ব্যাট হাতে রীতিমতো প্রলয় ঘটিয়েছেন মাঠে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। অধিনায়কত্বের বাড়তি চাপ নেননি। সঙ্গে চোখের সমস্যা মিলিয়ে নিজেকে গুছিয়ে নিতে যেন সময় নিয়েছেন। এরপর ফিরেছেন সদর্পে।

আনফিট সাকিবের ব্যাট থেকেই এসেছে এবারের বিপিএলের সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি। খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। এর আগে ২১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন এভিন লুইস। সেই ম্যাচে ৩১ বলে ২২২.৫৮ গড়ে সমান ছয়টি করে চার ও ছক্কায় ৬৯ রান করেন সাকিব। ধারাবাহিকতা বজায় রাখেন পরের ম্যাচেও। ৩৩ বলে অর্ধশতক তুলে নেন সাকিব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৯ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১৫৮.৯৭ স্ট্রাইক রেটে তার ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কায়।

সাকিবের এমন অসাধারণ ছন্দে রংপুরও আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। টানা সাত জয়ে ইতোমধ্যে নিশ্চিত করেছে প্লে-অফের টিকিট। ১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট রংপুরের। কোয়ালিফায়ারের আগে সাকিবের ফর্মে ফেরা দলটির জন্য বেশ ইতিবাচক। সাকিবের নিজের জন্যেও ছন্দে ফেরাটা খুব জরুরি ছিল।