উড়তে থাকা জয়সওয়ালের পা মাটিতেই থাকবে, বিশ্বাস রোহিতের

Looks like you've blocked notifications!
যশস্বী ভুপেন্দ্র জয়সওয়াল। ছবি : বিসিসিআই

ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন যশস্বী ভুপেন্দ্র জয়সওয়াল। তার ক্রিকেট মাঠে যাত্রার শুরুটা অনেক কষ্টের হলেও এখন তিনি ভাসছেন সুখের সাগরে। বিশাখাপত্তম থেকে রাজকোট—দুই টেস্টের দুই মঞ্চেই চলে জয়সওয়ালের শাসন। পরপর দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মুম্বাইয়ের এই তরুণ ক্রিকেটার।

জয়সওয়ালের এমন ব্যাটিং দেখে মুগ্ধ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি মনে করেন, ভারতীয় ক্রিকেটকে অনেক দেওয়ার আছে জয়সওয়ালের। তাই উড়তে থাকা জয়সওয়ালের পা মাটিতে থাকবে বলেই বিশ্বাস অধিনায়কের।

এইতো ঠিক ২৪ ঘণ্টা আগের কথা। রাজকোটে রাজ করেছেন জয়সওয়াল। ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান জয়সওয়াল। যা সাজিয়েছেন ১৪টি চার ও ১২টি ছক্কায়। এখানে কি শেষ? না, রাজকোটের আগে জয়সওয়াল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশাখাপত্তম টেস্টেও। পরপর দুই সেঞ্চুরিতে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। বিরাট কোহলি ও বিনোদ কাম্বলির পর মাত্র তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে পর পর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকালেন। এ ছাড়া তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও নিজের নামে করেন নিলেন মুম্বাইয়ের এই তরুণ।

রাজকোটে তার ডাবল শতকে চড়েই নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টা তুলে নেয় ভারত। যার সাক্ষী হয়ে রইল জয়সওয়ালের ২১৪ রানের মহাকাব্যিক ইনিংসটি।

এমন ব্যাটিংয়ের পর রোহিত বললেন, ‘দেখুন, ওকে নিয়ে অনেক বলে ফেলেছি আগেই। ড্রেসিং রুমের বাইরেও অনেকে নিশ্চিতভাবেই অনেক কিছু বলছে ওকে নিয়ে। আমি বরং ওকে নিয়ে ধীরস্থির থাকতে চাই। খুব বেশি বলতে চাই না ওর সম্পর্কে। ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত করেছে ও। আমি চাই যে, এরকমই করতে থাকুক ও। হ্যাঁ, ভালো ক্রিকেটারই মনে হচ্ছে ওকে।’

এরপর নিজের প্রত্যাশা যোগ করে রোহিত বলেছেন, ‘নিজের খেলাটা সে ভালো বোঝে। অবশ্যই এখনও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। এটা অসাধারণ এক ইনিংস ছিল। দলকে আরও অনেক কিছু দেওয়া আছে ওর। আশা করি, ওর পা মাটিতেই থাকবে।’