এমবাপ্পেই হবেন সবচেয়ে বড় তারকা, বলছেন লা লিগার সভাপতি

Looks like you've blocked notifications!
কিলিয়ান এমবাপ্পে। ছবি : এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি থাকাকালীন সবার আকর্ষণের মূল কেন্দ্রে ছিল লা লিগা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই মহাতারকা স্পেন ছেড়ে যাওয়ার পর লা লিগার প্রতি মানুষের আকর্ষণ অনেকটাই কমেছে। তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মনে করেন, কিলিয়ান এমবাপ্পে এলে তিনিই হবেন রোনালদো-মেসির পর স্প্যানিশ লিগের সবচেয়ে বড় তারকা।

পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন এমবাপ্পে। ফলে, অন্যান্য যে কোনো সময়ের চেয়ে তার মাদ্রিদে আসার সম্ভাবনা বেশি। বলা যায়, এখন কেবল মৌসুম শেষের অপেক্ষা। সময়ের অন্যতম সেরা তারকা মাদ্রিদে এলে কেবল দলটিরই নয়, লাভ হবে পুরো স্প্যানিশ লিগেরই। সেটি নিয়েই কথা বলেছেন তেবাস।

গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন মতে তেবাস বলেন, ‘অনেকের মতে রোনালদো-মেসি চলে যাওয়ার পর লা লিগার ক্ষতি হয়েছে। কিন্তু, আমরা প্রতিবারই লাভের মুখ দেখেছি। এটা ঠিক, তারা দুজন মহাতারকা। তবে, এমবাপ্পে এলে এই দুজনের পর সে-ই হবে আমাদের সবচেয়ে বড় তারকা।’

এর আগে এমবাপ্পের মাদ্রিদে আসার সম্ভাবনা নিয়ে তেবাস বলেছিলেন, ‘আমার মনে হয় এমবাপ্পের মাদ্রিদে আসার সম্ভাবনাই বেশি। সবটাই অবশ্য নির্ভর করছে মাদ্রিদ কর্তৃপক্ষের ওপর। মাদ্রিদে ইতোমধ্যে বেলিংহাম আছে, যে তারকা ফুটবলার। উঠতি তারকা ভিনিসিউস আছে। এমবাপ্পের মতো আরেকজন তারকা আসার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হচ্ছে, ৫০ শতাংশের বেশি সম্ভাবনা আছে।’