গেইলকে টপকে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস বাবরের

Looks like you've blocked notifications!
বাবর আজম। ছবি : পিসিবি

বাবর আজম যেভাবে ছুটছেন, নায়ক থেকে মহানায়ক হয়ে উঠতে আর বেশি দেরি নেই। কদিন আগেই রংপুরের জার্সিতে বিপিএল মাতিয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার এবার নতুন ইতিহাস গড়লেন। টি-টোয়েন্টির অন্যতম সেরা ব্যাটার ক্রিস গেইলকে টপকে ফের রেকর্ডবুকে নিজের নাম তুললেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) পিএসএলে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে গেইলকে পেছনে ফেলে দ্রুততম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৩তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এ ক্ষেত্রে শোয়েব মালিকের পর দ্বিতীয় পাকিস্তানি বনে গেলেন বাবর।

২০১২ সালে পাকিস্তান টি-টোয়েন্টি কাপে লাহোরের হয়ে ফয়সালাবাদের বিপক্ষে এ সংস্করণে অভিষেক হয়েছিল বাবরের। প্রথম ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগই পাননি। ২৭১তম ইনিংসে এসে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। সময়ের হিসাবেও বাবরই দ্রুততম। তার লেগেছে ১১ বছর ৮২ দিন। দুইয়ে থাকা গেইলের লেগেছিল ১১ বছর ২১৫ দিন।

এই সংস্করণে এটি বাবরের ৮৪তম ফিফটি। সেঞ্চুরি আছে ১০টি, যা দ্বিতীয় সর্বোচ্চ। ২২ সেঞ্চুরি নিয়ে এখানে চূড়ায় গেইল। পাকিস্তান জাতীয় দলসহ এখন পর্যন্ত মোট ১৯টি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন বাবর। ক্যারিয়ার শেষে মোট রানের দিক দিয়েও গেইলকে ছাড়াতে পারেন কি না বাবর, সেটাই এখন দেখার পালা।