নাটকীয় ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

Looks like you've blocked notifications!
শিরোপা হাতে উচ্ছ্বসিত লিভারপুলের ফুটবলাররা। ছবি : এলএফসি

কারাবাও কাপের ফাইনালে জমজমাট এক ম্যাচ দেখল দর্শকরা। রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে গোল পায় লিভারপুল। নীল বিষের বেদনায় বিলীন হয় প্রতিপক্ষ চেলসি। লন্ডনের ওয়েম্বলিতে ১১৮ মিনিটের গোলে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় অলরেড লিভারপুল।

দুই বছর আগে একই টুর্নামেন্টের ফাইনালে স্মরণীয় টাইব্রেকার জিতে চ্যাম্পিয়ন হয়েছিল অলরেডরা। ২১ শটের ম্যারাথন এক টাইব্রেক সেটকে স্মরণীয় না বলে উপায় আছে? তাতে ১১-১০ গোলে জেতে লিভারপুল।

এ ম্যাচে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয়নি। গোটা ম্যাচে লিভারপুল চেলসির গোলমুখে শট নিয়েছে ২৪টি, চেলসি নিয়েছে ১৯টি। তবে, নির্ধারিত ৯০ মিনিটে কেউই পারেননি গোলমুখে চূড়ান্ত শট নিতে। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

সেখানেও পুরোটা সময় প্রায় গোল বিহীন ছিল দুই দলই। সবাই যখন আরেকটি টাইব্রেকার অপেক্ষায় তখন দৃশ্যপটে আসেন ভার্জিল ফন ডাইক। ১১৮ মিনিটে পাওয়া কর্নার কিক থেকে গোল করে দলকে উচ্ছ্বাসে মাতান লিভারপুল তারকা ফন ডাইক। আবারও ভাঙে চেলসির স্বপ্ন।

এটি লিভারপুলের দশম কারাবাও কাপের শিরোপা। এর আগে ৯ বার এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল অলরেডরা।