ইংল্যান্ডের বাজবলকে হারিয়ে ভারতের সিরিজ জয়

Looks like you've blocked notifications!
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ। ছবি : এএফপি

শুরু হয়েছিল হারে, তবে পরের তিনটি টেস্টে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত, তা সত্যিই অবিশ্বাস্য। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে রোহিতরা। রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে ইংলিশদের পাঁচ উইকেটে হারাল স্বাগতিকরা।

পূর্ণ মেয়াদে বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর এই প্রথম সিরিজ হারল ইংল্যান্ড। বাজবল-যুগে আগের সাতটি সিরিজের চারটি জিতেছিল ইংল্যান্ড, তিনটি হয়েছিল ড্র। অন্যদিকে, দেশের মাটিতে টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল ভারত। সর্বশেষ ২০১৩ সালে তারা হেরেছিল এই ইংল্যান্ডের কাছেই। এবারের আগে ২০১৬ ও ২০২১ সালেও ভারত সফরে গেছে ইংল্যান্ড, তবে ২০১৩ সালের সিরিজ জয়ের পুনরাবৃত্তি করতে পারেনি। সেটি হলো না এবারও।

রাঁচিতে স্পিনারদের দাপট দেখা গেলো। ১৯২ রানের লক্ষ্যে নেমে বিপদে পড়েছিল ভারতও। তবে মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতে গেলো তারা। ৫ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিকরা। চতুর্থ দিনে ৮৪ রানে ভেঙে যায় রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জুটি। জো রুট ৩৭ রানে জয়সওয়ালকে জেমস অ্যান্ডারসনের ক্যাচ বানান। হাফ সেঞ্চুরি করা রোহিত দলীয় ৯৯ রানে বিদায় নেন। টম হার্টলি তাকে ৫৫ রানে বেন ফোকসের ক্যাচ বানান।

শোয়েব বশির তার স্পিন দিয়ে বড় ধাক্কা দেন। ২ উইকেটে ১০০ করা ভারত ১২০ রানে হারায় ৫ উইকেট। ইংলিশ স্পিনার নেন তিন উইকেট। রজত পতিদার ও সরফরাজ খান খালি হাতে ফেরেন। ৪ রান করেন রবীন্দ্র জাদেজা।

এই বিপদ কাটিয়ে উঠে ভারত সহজে লক্ষ্য পূরণ করে। শুভমান গিল ও ধ্রুব জুরেল প্রতিরোধ গড়েন। দুজনের ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতে যায় ভারত। টানা তিন টেস্টে হাফ সেঞ্চুরি করেন গিল। ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। জয়সূচক দুই রান নেওয়া যুরেল অপরাজিত ছিলেন ৩৯ রানে।