সালাউদ্দিনকে বাংলাদেশের কোচ করা নিয়ে যা জানালেন পাপন

Looks like you've blocked notifications!
নাজমুল হাসান পাপন ও মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : বিসিবি

সাকিব-তামিমদের আস্থাভাজন মোহাম্মদ সালাউদ্দিন কেন বাংলাদেশের কোচিং প্যানেলে নেই, ক’দিন আগেই গণমাধ্যমে এভাবেই নিজের আক্ষেপ প্রকাশ করেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। দেশসেরা এই কোচকে ভবিষ্যতে জাতীয় দলের কোচ করা হবে কি না, সেই বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) কোয়ালিফায়ার ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কথা বলেন পাপন। সালাউদ্দিনকে কোচ করা প্রসঙ্গে পাপনের ভাষ্য, ‘আমরা তো একবার বিজ্ঞাপন দিয়েছিলাম। এ কারণেই দিয়েছিলাম, আসলে কারা কারা আগ্রহী। আমার জানামতে, যাদের নাম মিডিয়াতে এসেছে তাদের সঙ্গে আমরা অনেকবারই যোগাযোগ করেছি। তারা কোনো আগ্রহ প্রকাশ করেনি। আগ্রহী না হলে তো আনা যায় না। এজন্যই আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। কারা আবেদন করেছে, কারা করেনি, আপনারা জানেন।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘স্থানীয় কোচ কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং আমরা মনে করি, ওই মানের বা তার মতো আরও আছেন দুই-একজন, তাহলে অবশ্যই বোর্ডের বিবেচনা করাই উচিত। আমাদের সঙ্গে সম্পৃক্ত করা উচিত।’

এর আগে, কুমিল্লার হেড কোচ সালাউদ্দিন প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি সত্যিই হতবাক তাকে বাংলাদেশের প্রধান কোচের ভূমিকায় না দেখে। আমি জানি না কেন তাকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে, আমার চোখে সে বাংলাদেশের সেরা কোচ। আমি বিশ্বের অনেক দেশের কোচদের অধীনে খেলেছি, তাদের মধ্যে সালাউদ্দিন সেরা। সে তরুণ প্লেয়ারদের খুব ভালো বুঝতে পারে।’