লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের লড়াইয়ে মেসি-হলান্ড

Looks like you've blocked notifications!
লিওনেল মেসি ও আর্লিং হলান্ড। ছবি : এএফপি

লিওনেল মেসির ব্যক্তিগত পুরস্কারের ঝুলি কতটা সমৃদ্ধ তা আলাদা করে না বললেও চলে। বাড়িতে জায়গা নেই বলে নিজের অষ্টম ব্যালন ডি’অর বার্সেলোনার জাদুঘরে রেখেছেন আর্জেন্টাইন তারকা। শুধু ব্যালন ডি’অর নয়, গোল্ডেন বুটসহ অন্যান্য পুরস্কারও আছে সেই জাদুঘরে। এরই মধ্যে আরও এক পুরস্কারের জন্য মনোনীত হলেন এই আর্জেন্টাইন তারকা।

২২ এপ্রিল মাদ্রিদে বসবে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের ২৫তম আসর। সাতটি ক্যাটাগরিতে বিশ্ব ক্রীড়াঙ্গণের ২০২৩ সালের গুণী ক্রীড়াবিদদের হাতে উঠবে সম্মাননা। তার আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যে তালিকায় মেসির সঙ্গে আছেন আর্লিং হলান্ড, নোভাক জকোভিচ, সুইডেনের অ্যাথলেট মোন্ডো ডুপ্লানটিস, যুক্তরাষ্ট্রের অ্যাথলেট নোয়াহ লাইলস ও ডাচ মোটর রেসার ম্যাক্স ভারস্ত্যাপেন।

স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের পুরস্কার গতবার জিতেছিলেন লিওনেল মেসি। বিশ্বের এ মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা একমাত্র ফুটবলারও তিনি। দুইবার এ খেতাব জেতার পর এবারও মনোনয়ন তালিকায় আছেন মেসি। এমএলএসে নাম লেখালেও এখনও অপ্রতিরোধ্য মেসি। ভাবা হয়েছিল, ইউরোপ ছাড়ার পর ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কারে মেসির নাম আর সেভাবে আসবে না। কিন্তু সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে ইতোমধ্যে। কিছুদিন আগেই ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন মেসি। এবার আরও একটি মর্যাদাপূর্ণ পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে তার।