মাদ্রিদকে নতুন কোন শর্ত দিলেন এমবাপ্পে?

Looks like you've blocked notifications!
ছোটভাই ইথানের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে। ছবি : এএফপি

ফুটবল দুনিয়ায় এখন একটাই আলোচনা— কবে মৌসুম শেষ হবে, কবে রিয়াল মাদ্রিদে আসবেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে মৌসুম শেষে পিএসজি ছাড়বেন—সেটি আর কারও অজানা নেই। ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো অনেকটা নিশ্চিত। দলবদলের বাজারে শেষের আগে শেষ নেই বলেই খানিক অনিশ্চয়তা। তাকে পেতে তীর্থের কাকের মতো অপেক্ষা করছে মাদ্রিদভক্তরা।

এমন সময়ে খবর, স্প্যানিশ ক্লাব মাদ্রিদকে নতুন একটি শর্ত দিয়েছেন এমবাপ্পে। পিএসজিতে এমবাপ্পের সঙ্গে খেলেন তার ছোট ভাই ইথান এমবাপ্পে। বড়ভাইয়ের মতো চোটভাইয়েরও চুক্তি শেষ হবে মৌসুম শেষে। এমবাপ্পে চান, ইথানকেও যেন দলে ভেড়ায় মাদ্রিদ।

ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘মাদ্রিদকে এমবাপ্পে জানিয়েছেন তার ভাই ইথানকেও যেন কিনে নেয় তারা। দুই ভাই একসঙ্গে এক ক্লাবে খেলুক, সেটিই তাদের পরিবারের চাওয়া। পাশাপাশি বড়ভাইয়ের সঙ্গে থাকলে পরিচর্যাও হবে ঠিকঠাক, এমন ভাবনা থেকেই শর্তটি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দফায় এ নিয়ে আলাপের পর মাদ্রিদও প্রাথমিকভাবে সম্মত হয়েছে। তবে, এখনও কিছুই চূড়ান্ত নয়। তা ছাড়া, ইথানের আসা না আসার বিষয়টি এমবাপ্পের আসার ওপর খুব একটা প্রভাব ফেলবে না।  তার চেয়ে বড় ব্যাপার, বিশ্বকাপজয়ী ফরাসি তারকার আসাটাও এখন পর্যন্ত চূড়ান্ত নয়।