ফাইনালের আগে ব্যাটিংয়ে সেরা যারা

Looks like you've blocked notifications!
সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় ওপরের দিকে আছেন তাওহিদ হৃদয়। ছবি : কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আর মাত্র একটি ম্যাচ। শেষ হবে বিপিএলের দশম আসর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন অনেকেই। টি-টোয়েন্টি মানেই ধুন্ধুমার ব্যাটিংয়ের প্রদর্শনী। এদের মধ্যে কেউ কেউ এগিয়ে আছেন। তালিকায় সেরা পাঁচে আছেন কোন ব্যাটাররা, একটু চোখ বুলিয়ে আসা যাক। সবচেয়ে তৃপ্তির বিষয়, সেরা পাঁচের সবাই বাংলাদেশি।

তামিম ইকবাল

আলোচনা-সমালোচনা-বিতর্ক; বিপিএল শুরুর আগে তামিম ইকবালের অবস্থা ছিল এমনই। দেশসেরা ওপেনার বিপিএল দিয়ে দীর্ঘ সময় পর ফিরেছেন মাঠের ক্রিকেটে। ফরচুন বরিশালের অধিনায়ক ফিরেই প্রমাণ করলেন কেন তিনি সেরা! চলতি আসরে সবচেয়ে বেশি রান এসেছে তামিমের ব্যাট থেকেই। ১৪ ম্যাচে ৪৫৩ রান করেছেন তিনি। ফিফটি ছাড়ানো ইনিংস আছে তিনটি। ৩৪.৮৫ গড়টা মন্দ না হলেও ১২৫.৪৮ স্ট্রাইক রেট ঠিক টি-টোয়েন্টিসুলভ নয়।

তাওহিদ হৃদয়

তামিমের পরেই আছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেটের আগামীর তারকা ভাবা হয় তাকে। তা যে অমূলক নয়, সেটি প্রমাণ করে চলেছেন পুরো বিপিএলজুড়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে এবারই প্রথমবার খেলছেন হৃদয়। প্রথম আসরেই হয়ে উঠেছেন দলের মূল ভরসা। ১৩ ম্যাচে তার সংগ্রহ ৪৪৭ রান। দুটি হাফসেঞ্চুরির সঙ্গে আছে একটি সেঞ্চুরিও। ৪০.৬৪ গড় এবং ১৪৯.৫০ স্ট্রাইক রেট, দুটিই তার সামর্থ্যের প্রতিফলন।

তানজিদ হাসান তামিম

তালিকায় তৃতীয় নামটি তানজিদ হাসান তামিমের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ এই ওপেনারের বিপিএল কেটেছে চমৎকার। দলকে প্লে-অফে তোলায় অবদান রেখেছেন সামনে থেকে। ১২ ম্যাচে ৩৮৪ রান এসেছে তামিমের ব্যাট থেকে। হৃদয়ের মতো তারও দুটি হাফসেঞ্চুরির সঙ্গে আছে একটি সেঞ্চুরি। গড় ৩২, স্ট্রাইক রেট ১৩৫.৬৯।

লিটন দাস

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে ওঠাতে ব্যাট হাতে অধিনায়ক লিটন দাস রেখেছেন দুর্দান্ত ভূমিকা। প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারানোর ম্যাচে তো রীতিমতো বিধ্বংসী ছিলেন। গোটা বিপিএলেই লিটন ছিলেন আপন আলোয় উজ্জ্বল। ১৩ ম্যাচে ৩৭৫ রান করেছেন তিনি। তিনটি হাফসেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তবে গড় কিংবা স্ট্রাইক রেট তুলনামূলক কম। গড় ২৮.৮৫ এবং স্ট্রাইক রেট ১৩০.৬৬ ঠিক লিটনসুলভ নয়। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান চতুর্থ।

মুশফিকুর রহিম

সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম নামটি মুশফিকুর রহিমের। ফরচুন বরিশালের এই উইকেটরক্ষক ব্যাটারের সংগ্রহ ১৪ ম্যাচে ৩৬৬ রান। আছে তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। গড় ৩৩.২৭ হলেও সেরা পাঁচে সবচেয়ে মন্থর স্ট্রাইক রেট মুশফিকেরই, ১২৩.২৩।