বেইলি রোডের মর্মান্তিক ঘটনায় জাতীয় দলের ক্রিকেটারদের শোক

Looks like you've blocked notifications!
ছবি : শরিফুল ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ

রাজধানীর বেইলি রোডে গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগে। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ২২ জন। বেইলি রোডের মর্মান্তিক এই দুর্ঘটনায় আজ শুক্রবার শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটার।

পেসার তাসকিন আহমেদ বলেন, ‘বেইলি রোড ফায়ার ট্র্যাজেডির খবরে গভীরভাবে শোকাহত। আমার প্রার্থনা সকল ক্ষতিগ্রস্ত ও বিদেহী আত্মার সাথে। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

আরেক পেসার শরিফুল ইসলাম বলেন, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও চিকিৎসাধীন সকলের দ্রুত সুস্থতা করছি। শোকসন্তপ্ত প্রতিটি পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লেখেন, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি ভবনে ঘটা মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কঠিন সময়ের মধ্যে যাওয়া তাদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার গভীর সমবেদনা। সাথে ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত অবস্থায় হাসপাতালে থাকা সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।’

মুশফিকুর রহিম লেখেন, ‘আসসালামু আলাইকুম ও জুম্মা মোবারক সবাইকে। গতকাল অগ্নিকান্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’