বেইলি রোডের ঘটনায় বিপিএল ফাইনালে এক মিনিটের নীরবতা

Looks like you've blocked notifications!
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে হওয়া বহুতল ভবনটি। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। আগুনের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন ঘটনার পর শোকে স্তব্ধ গোটা দেশ। ঠিক এমন একটি মুহূর্তে বিপিএলের ফাইনালে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ম্যাচের আগে বেইলি রোডের ট্র্যাজেডি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

আজ শুক্রবার (১ মার্চ) বিসিবির পক্ষ হতে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন তারা।

এদিকে, বেইলি রোডের মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটার। সাকিব আল হাসান লিখেছেন, ‘আমরা শোকাহত। বেইলি রোডের ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’ তামিম ইকবাল লিখেছেন, ‘বেইলি রোডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বদলানো উচিত নয়তো কখনও এর পরিবর্তন হবে না!’

মুশফিকুর রহিম লেখেন, ‘আসসালামু আলাইকুম ও জুম্মা মোবারক সবাইকে। গতকাল অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’