সামনের বছর কুমিল্লা আরও ভালোভাবে ফিরবে : সালাউদ্দিন

Looks like you've blocked notifications!
কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : কুমিল্লা ভিক্টোরিয়ান্স

টানা তৃতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেটি হতে দেয়নি ফরচুন বরিশাল। কুমিল্লার হ্যাটট্রিক ও মোট পঞ্চম শিরোপার স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ট্রফি জিতেছে বরিশাল। পুরো ম্যাচে কুমিল্লা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিনও বলেছেন, ‘আমরা ভালো করতে পারিনি বলে জিতিনি।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কুমিল্লা কোচ বলেন, ‘ব্যাটিংয়ে আমরা দুটো পাওয়ার প্লের কোনোটাই কাজে লাগাতে পারিনি। বোলিংয়েও প্রথম পাওয়ার প্লেতে আমরা মোমেন্টাম ধরতে পারিনি। পুরো ম্যাচেই দল ভুল করেছে, অনেক জায়গাতেই ভুল হয়েছে। নইলে আমরা হারতাম না।’

এর আগে চারবার ফাইনাল খেলে সবগুলোতেই শেষ হাসি হেসেছিল কুমিল্লা। এবারই প্রথম ফাইনালে হার। এটিকে খুব বড় করে দেখছেন না সালাউদ্দিন। প্রতিবারই নতুন করে খেলতে হয় বলে জানান তিনি। আগামী বছর আরও ভালোভাবে ফিরে আশার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কুমিল্লা কোচ বলেন, ‘আমরা প্রতিবারই ফাইনাল জিতেছি। এর মানে আমরা হারব না, তা নয়। আমার কাছে অতীতটা গুরুত্বপূর্ণ নয়। পাঁচবার, দশবার জিতলেও আপনাকে প্রতিবার নতুন করে শুরু করতে হবে। আশা করি, সামনের বার কুমিল্লা আরও ভালোভাবে ফিরে আসবে।’