মেসির সঙ্গে মায়ামিতে খেলতে মুখিয়ে নেইমার

Looks like you've blocked notifications!
পিএসজির জার্সিতে মেসি ও নেইমার। ছবি : এএফপি

লিওনে মেসি ও নেইমার একটা সময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় সতীর্থ ছিলেন। এরপর একই সঙ্গে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতেও খেলেছেন। পরবর্তীতে দুজনের পথ দুটো ভিন্ন দিকে মোড় নেয়। নেইমার চলে যান সৌদি লিগে আর মেসি যুক্তরাষ্ট্রে। তবে সাবেক সতীর্থ মেসিকে ভুলতে পারেননি নেইমার। মেসির সঙ্গে আবার খেলার জন্য উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার (৪ মার্চ) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন এর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আশা করি হয়তো আবার আমরা একসঙ্গে খেলব। লিও খুবই ভালো মানুষ। ফুটবলের সবাই তাকে চেনে। মনে করি মায়ামিতে ভালো আছে। খুশি আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’

ব্রাজিলের কোনো ক্লাবের হয়ে খেলে অবসর নিতে চান কিনা এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহের কথা জানান ৩২ বছর বয়সী নেইমার। এই বিষয়ে তিনি বলেন, ‘আসলে আমি ঠিক জানি না। যদিও এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা জানি না যে আবার কখনও ব্রাজিলে খেলব কিনা। আমার মনে হয় যুক্তরাষ্ট্রে খেলতে ভালো লাগবে। অন্তত একটি মৌসুম।’

নেইমারের এমন মন্তব্যের পর ভক্তরা অনেকেই তাকে মায়ামিতে দেখতে শুরু করেছেন। আর যদি সত্যিই এমনটা হয় তবে মেসি, নেইমার ও সুয়ারেজ ত্রয়ীকে ফের একসঙ্গে মাঠ মাতাতে দেখা যাবে। বার্সেলোনায় একসঙ্গে টানা ছয় মৌসুম কাটিয়েছেন মেসি ও নেইমার। সেখানে তাদের সঙ্গে খেলেছিলেন সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। তারা সবাই এখন মায়ামির জার্সিতে খেলছেন।