বিশ্বকাপে চোখ রেখে সৌদিতে নিবিড় অনুশীলনে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
সৌদিতে অনুশীলনে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ছবি : বাফুফে

বাংলাদেশের ফুটবল ঘিরে আশার হাওয়া বইছে চারিদিকে। হাভিয়ের কাবরেরার অধীনে ভিন্ন এক দলের দেখা মিলেছে গত বছর। ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর প্রাক-বাছাইয়ের প্রথম পর্ব বাংলাদেশ পার করেছে দারুণভাবে। এখন নিজেদের তৈরি করছে দ্বিতীয় পর্বের জন্য।

এশিয়া অঞ্চলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলায় আগামী ২২ মার্চ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কুয়েতে নিরপেক্ষ ভেন্যুতে। মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়া ও পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ইতোমধ্যে সৌদি আরবে অনুশীলন করছে বাংলাদেশ দল।

রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে টানা দুদিন অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মোরসালিন-তপুদের চোখে দেশকে আরও ওপরে নিয়ে যাওয়ার স্বপ্ন। আর তারুণ্যের ডানায় চড়ে গত বছরের চেয়েও এবছর ভালো ফুটবল খেলবে বাংলাদেশ, এমন আত্মবিশ্বাস ঝরে পড়ল কোচ কাবরেরার কণ্ঠে।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের অনুশীলন ভালো হচ্ছে।  মাঠ ও মাঠের বাইরের পরিবেশ সম্পর্কে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে ছেলেরা। আমি বিশ্বাস করি, ওদের সামর্থ্য আছে ভালো করার। একটু একটু করে সবারই উন্নতি হচ্ছে। আশা করি, এ বছর ওরা আগের চেয়ে ভালো খেলা উপহার দিতে পারবে।’