বাবরদের ফিটনেস ঠিক রাখতে পিসিবির কঠিন সিদ্ধান্ত

Looks like you've blocked notifications!
পাকিস্তানি ক্রিকেটাররা। ছবি : এএফপি

পাকিস্তানে চলছে দেশটির সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট পিএসএল। এক মাসব্যাপী এই টুর্নামেন্টটি চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। তবে এরপর বিশ্রামের জন্য এক সপ্তাহও সময় পাচ্ছেন না বাবর-রিজওয়ানরা। রোজার রেখেই নেমে পড়তে হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণে। ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে এমন উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কড়া নজর রেখেছেন বোর্ড প্রধান মহসিন নাকভি। তার কাছে পাকিস্তানি ক্রিকেটারদের পারফরম্যান্স মনঃপুত হয়নি। খেলোয়াড়দের ফিটনেস অর্জনে তাই কঠিন এক সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১০ দিন দেশের সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং ক্যাম্প করতে হবে ক্রিকেটারদের।

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী,  ইসলামাবাদে এক হোটেলে কয়েকজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে এই ঘোষণা দেন নাকভি। পিএসএল শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হবে এই ট্রেনিং। পিসিবি প্রধানের আশা, এই ট্রেনিং খেলোয়াড়দের ফিটনেস দ্রুত বাড়াতে সাহায্য করবে।

আগামী ছয় মাস ধরে টানা ক্রিকেট খেলতে হবে পাকিস্তানকে। এর আগে পিএসএল শেষে কিছুটা বিশ্রামের সুযোগ ছিল ক্রিকেটারদের। তবে, সেই সময়ে হবে কঠোর এই প্রশিক্ষণ। তাছাড়া ট্রেনিংয়ের জন্য নির্ধারণ করা সময়ে চলবে রমজান মাস। স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় রোজা রেখে ট্রেনিং ক্যাম্পে কতটা ফুরফুরে থাকবেন, সেটাও ভাবার বিষয়।

এই বিষয়ে নাকভি বলেন, ‘লাহোরে আমি যখন ম্যাচ দেখছিলাম, আমার মনে হয়নি তোমাদের কেউ ছক্কা মেরে বল স্ট্যান্ডে পাঠাতে পারো। এরকম ছয় কারা মারতে পারে, আমার তো মনে হয় বিদেশি খেলোয়াড় ঠিক মারতে পারবে। আমি বোর্ডকে পরিকল্পনা করতে বলেছি যেন প্রত্যেক খেলোয়াড়ের ফিটনেস দ্রুতগতিতে বৃদ্ধি পায়। এজন্য তোমাদেরকে যথাযথ প্রচেষ্টা করতে হবে।’

মহসিন নাকভি আরও বলেন, ‘সামনে নিউজিল্যান্ড সিরিজ, তারপর আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি বিস্মিত। কবে আমরা ট্রেনিং করবো? কোনো সময় নেই। তবে আমরা একটি ফাঁকা সময় পেয়েছি, যখন আমরা মিলিটারি একাডেমিতে ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল একটি ক্যাম্প আয়োজন করব। পাকিস্তান আর্মি তোমাদের ট্রেনিংয়ে সংশ্লিষ্ট থাকবে, আশা করি তোমাদের সাহায্য করবে তারা।’