দুদিন পর খোঁজ মিলল তারকা ফুটবলার মহসিনের

Looks like you've blocked notifications!
মোহাম্মদ মহসিন। ছবি : বাফুফে

নিখোঁজের দুদিন পর খোঁজ মিলল জাতীয় দলের সাবেক তারকা গোলরক্ষক মোহাম্মদ মহসিনের। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁও রেলস্টেশন থেকে জিআরপি পুলিশ তাকে খুঁজে পেয়ে বাসায় পাঠিয়ে দেন। পরবর্তীতে ঠিকানা অনুযায়ী, তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।

ছোট ভাই কোহিনুর পিন্টু তার খোঁজ মেলার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ আজ সকালে একজন রিকশাচালক তাকে বাসায় পৌঁছে দেয়। বাসায় পৌঁছে ভাই বলেন, বাসার বাহিরে ছিলাম, তাই চলে এলাম। ওনি যে দুইদিন বাসার বাইরে ছিলেন, সেই স্মৃতিই নেই ওনার। তাকে শ্যামলীর মানসিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার ভাবনা আছে আমাদের।’

তিনি আরও যোগ করেন, ‘মহসিন কীভাবে তেজগাঁও রেলস্টেশনে গেছে তা বুঝতে পারছি না। পুরো শরীরে ধুলোবালি ছিল। মনে হয় স্টেশনে কোথাও পড়ে ছিল। ওকে খুঁজে পেয়ে জিআরপি পুলিশ আমাকে কল দেয়। পরবর্তীতে তারাই রিকশা পাঠিয়ে ওকে বাসায় পৌঁছে দেয় ‘

মহসিনকে খুঁজে পেতে থানায় জিডিসহ আশেপাশের এলাকায় পোস্টার লাগিয়েছেলেন ভাই পিন্টু। সেই কারণেই হয়তো কেউ তাকে চিনতে পেরেছে বলে ধারণা পিন্টুর।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক মহসিন। ১৯৮২-৯৩ পর্যন্ত জাতীয় দলে এক নম্বর গোলরক্ষক ছিলেন। ঢাকা আবাহনী, মোহামেডানে, মুক্তিযোদ্ধায় খেলেছেন সুনামের সঙ্গে। গোলের খেলা ফুটবলে গোলরক্ষক হয়েও তারকা হওয়া যায় সেটা মহসিন দেখিয়েছেন।