মেসির বিখ্যাত সেই ন্যাপকিন পেপারের দাম নিয়ে জল্পনা

Looks like you've blocked notifications!
মেসির বিখ্যাত ন্যাপকিন পেপারের প্রদর্শনী। ছবি : এএফপি

লিওনেল ও বার্সেলোনার বিখ্যাত সেই ন্যাপকিন পেপারের গল্প কারও অজানা নয়। সেই টিস্যু পেপারটি নিলামে উঠতে চলেছে, এটিও এতদিনে জানা হয়ে গেছে সবার। আগামী ১৮-২৭ মার্চ অনলাইনে চলবে এর নিলাম পর্ব। এর আগে গত ৫ মার্চ হয়ে গেল এর প্রদর্শনী।

লন্ডনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস আয়োজন করছে এই নিলামের। প্রদর্শনীও করেছে তারা। যেটি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বিখ্যাত ন্যাপকিন পেপারের প্রাথমিক ভিত্তিমূল্য ধরা হয়েছে ছয় লাখ ৩৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি অঙ্কে যার মূল্য প্রায় সাত কোটি টাকার মতো।

প্রায় ২৪ বছর আগের কথা। ডিসেম্বরের মাঝামাঝি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস দুপুরের খাবার খাচ্ছেন। তার সঙ্গে ১৩ বছরের এক কিশোর ছিল। ১৪ ডিসেম্বর, ক্যালেন্ডারের পাতায় দিনটি আর দশটা দিনের মতো হলেও সেদিন সেই খাবার টেবিলে ঘটেছে এমন এক কাণ্ড, যা পরবর্তীতে বদলে দিয়েছে একবিংশ শতাব্দীর ফুটবলের ইতিহাস। টেবিলে বসা ১৩ বছরের কিশোরের নাম মেসি। 

বিস্ময়বালক মেসিকে না অন্য কোনো ক্লাব ছিনিয়ে নেয়, তাই তড়িঘড়ি করে তাকে চুক্তিবদ্ধ করে বার্সেলোনা। সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল একটি ন্যাপকিন পেপারে। মেসিতে এতটাই মজেছিল বার্সা, হাতের কাছে কাগজ না পেয়ে ন্যাপকিন পেপারেই বিশাল কাজটি সারেন ক্লাবটির পরিচালক রেক্সাস।

প্রদর্শনী করার পর মানুষের সাড়া বেড়েছে কয়েকগুণ। বোনহামস আগেই বলেছিল, প্রাথমিক ভিত্তিমূল্যের চেয়ে বেশি দামেই বিক্রি হবে ন্যাপকিন পেপারটি। প্রদর্শনীর পর বোনহামস নিউইয়র্কের কর্মকর্তারা জানান, মানুষের যা আগ্রহ দেখা যাচ্ছে, আশা করছি কয়েকগুণ বেশি দামে এটি বিক্রি হবে। আমাদের নিলামে এটি নিয়ে সবার উন্মাদনা ভীষণ। নিলামে ঝড় বয়ে যাবে বলে আমাদের ধারণা।