ভক্তদের রমজানের শুভেচ্ছা জানাল রিয়াল-বার্সা
মুসলিমদের কাছে অন্যতম পবিত্র রমজান মাস। আজ রোববার (১১ মার্চ) থেকেই আগমন ঘটেছে এই পবিত্র মাসের। চাঁদ দেখার সাপেক্ষে বিশ্বের অনেক দেশেই মহিমান্বিত রোজা শুরু হয়ে গেছে। রমজানের অপেক্ষায় বাংলাদেশিরাও। এর মধ্যে রোজার আগমনী বার্তা ছড়িয়ে দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছে ইউরোপিয়ান ক্লাবগুলো।
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসিসহ অনেক ইউরোপিয়ান ক্লাব ভক্তদের রোজার শুভেচ্ছা জানিয়েছে।
রিয়াল মাদ্রিদ সামাজিক মাধ্যমে এক পোস্টে সমর্থকদের পবিত্র মাসের শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘আপনাকে এবং আপনার প্রিয়জনকে আনন্দময় ও পরিপূর্ণ পবিত্র মাসের শুভেচ্ছা। রমাদান মোবারক, মাদ্রিদিস্তা।’
বার্সেলোনাও তাই। পোস্টে নিজেদের সব ভক্তদের রোজার শুভেচ্ছা জানিয়েছে। ইংলিশ ক্লাব লিভারপুল লিখেছে, ‘লিভারপুল এফসির সকলের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা।’
আরেক ইংলিশ ক্লাব চেলসি তো শুভেচ্ছার সঙ্গে সুখবরও দিয়েছে। তারা এক পোস্টে লিখেছে, ‘বিশ্বজুড়ে উদযাপন করা আমাদের সমর্থকদের রজমান মোবারক। এ পবিত্র মাস উপলক্ষে, আমরা আমাদের প্রথম মুসলিম সমর্থক গ্রুপ চালু করতে পেরে গর্বিত।’