ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারীরা

Looks like you've blocked notifications!
ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারীরা। ছবি : বাফুফে

২০২২ সালের সেপ্টেম্বরে নেপাল থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি নিয়ে ফিরেছিল সাবিনা-কৃষ্ণা-সানজিদারা। সিনিয়রদের পর এবার বয়সভিত্তিক ফুটবলেও জয়জয়কার বাংলাদেশের মেয়েদের। সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফিরেছে সুরভী-অর্পিতারা।

আজ সোমবার (১১ মার্চ) দুপুর আড়াইটায় বাংলাদেশ বিমান এয়ালাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখেন বাংলাদেশের মেয়েরা। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে।

সাফ জয়ী মেয়েদের অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফে নির্বাহী সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলা , বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং কমিটি ফর ওমেন্স ফুটবলের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কাঠমুন্ডুতে রোববার বিকেলে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এর আগে ২০১৭ সালে এই শিরোপা জিতেছিল মেয়েরা।

নেপালে এর আগে কয়েকটি শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় ও ক্লাব দল। ১৯৯৯ সালে এসএ গেমস ফুটবলে সোনার পদক জয় ও ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ নারীদের আঞ্চলিক ফুটবলের শিরোপা এসেছিল। মাঝে পোখরাতে শেখ জামাল জিতেছিল ক্লাব কাপের শিরোপা।