আইসিসির ফেব্রুয়ারির সেরা নির্বাচিত হলেন জয়সওয়াল

Looks like you've blocked notifications!
যশস্বী জয়সওয়াল। ছবি : এএফপি

ফেব্রুয়ারির সেরা পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ মঙ্গলবার (১২ মার্চ) বিজয়ীর নাম প্রকাশ করেছে আইসিসি। ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের তরুণ তারকা যশস্বী জয়সওয়াল।

সেরা হওয়ার দৌড়ে জয়সওয়াল পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে। ইংল্যান্ডের বিপক্ষে হওয়া টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরেছিলেন জয়সওয়াল। তার ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা। সেরা তিনে মনোনীত হওয়ার পর থেকে তার সম্ভাবনাই বেশি ছিল।

সম্ভাবনা সত্যি করে জয়সওয়ালই সেরা হিসেবে নির্বাচিত হলেন। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই তারকা। বয়স মাত্র ২২, এখনই ব্যাট হাতে ভারতের অন্যতম অস্ত্র হয়ে উঠেছেন। তাকে ভাবা হচ্ছে আগামীর তারকা হিসেবে।

বাঁহাতি ব্যাটার জয়সওয়াল ভারতের হয়ে খেলেছেন ৯টি টেস্ট। এর মধ্যে ছাড়িয়েছেন শতরান। ৯ টেস্টের ১৬ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১০২৮ রান। আছে তিনটি শতক, যাতে সর্বোচ্চ ২১৪। পাশাপাশি চারটি ফিফটি ছাড়ানো ইনিংসও খেলেছেন তিনি। যার সর্বশেষটি ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে, করেছেন ৫৭ রান।