কোহলিকে নিয়ে কঠিন সিদ্ধান্তের পথে বিসিসিআই

Looks like you've blocked notifications!
বিরাট কোহলি। ছবি : এএফপি

মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়। বৈশ্বিক আসরে সেটাই ছিল ভারতের সবশেষ শিরোপা । এরপর বেশকটি টুর্নামেন্টের ফাইনাল খেললেও শিরোপা খরা ঘোচাতে পারেনি কোহলি-রোহিতরা। এবার আসন্ন বিশ্বকাপের শিরোপা জিততে কঠিন সিদ্ধান্তের পথে বিসিসিআই।

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মনোযোগী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্টের সম্ভাব্য সেরা দল বেছে নিতে গিয়ে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রয়োজনে বিরাট কোহলিকেও বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুসারে, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ করে নেওয়ার মতো ছন্দে নেই কোহলি। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের মন্থর উইকেট কোহলির জন্য মানানসই হবে না। এমন পিচে থিতু হতে কোহলি একটু সময় নিতে পারেন। এ জন্য ম্যানেজমেন্ট তরুণ কাউকে দলে নিতে চাইছে। যে মাঠে নেমেই শুরু থেকে আক্রমণাত্নক ব্যাটিং করতে পারবে।

যার ফলে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত কিছু করতে না পারলে নির্বাচকেরা কোহলিকে বাদ দেওয়ার পরিকল্পনা থেকে সরবেন না বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ১৪ মাসের বেশি সময় কোহলি ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। এ সময়ে রিংকু সিং, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মার মতো তরুণেরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। যা বড় দুশ্চিন্তার কারণ কোহলির জন্য।