মেসির বডিগার্ডও খেলতে চান অলিম্পিক!

Looks like you've blocked notifications!
লিওনেল মেসি। ছবি : এএফপি

আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল খেলা নিশ্চিত হয়েছে আগেই। হাভিয়ের মাশ্চেরানোর কোচিংয়ে অনূর্ধ্ব-২৩ বেশ ছন্দে আছে। তবে, মাশ্চেরানো পড়েছেন মধুর সমস্যায়। অলিম্পিক ফুটবলের নিয়ম অনুযায়ী ২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড় সুযোগ পাবেন দলে।

লিওনেল মেসি অলিম্পিক খেলার ইচ্ছে পোষণ করেছেন। অ্যাঞ্জেল ডি মারিয়াও চান আরেকটি অলিম্পিক খেলতে। যদিও ডি মারিয়া জানিয়েছেন, কোপা আমেরিকাই হতে চলেছে জাতীয় দলের হয়ে তার শেষ টুর্নামেন্ট। ডি মারিয়া অনিশ্চিত হলেও, বিশ্বকাপজয়ী আরেক তারকা এমিলিয়ানো মার্তিনেজও জানিয়েছেন, তিনি খেলতে চান প্যারিস অলিম্পিকে।

তিনজনের কোটা পূরণ হওয়ার পর (ডি মারিয়া অনিশ্চিত, তবে পুরোপুরি নন), এবার অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছের কথা বলেছেন রদ্রিগো ডি পল। তার আগ্রহের বড় কারণ অবশ্য মেসি। কাতার বিশ্বকাপ থেকেই ডি পলকে আদর করে মেসির বডিগার্ড বলা হয়। মাঠে কিংবা অনুশীলনে, সবসময় মেসির আশপাশে থাকেন। খেলার মাঠে মেসিকে কেউ কিছু বললে তো রীতিমতো তেড়ে আসেন ডি পল।

আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তেকে ডি পল বলেন, ‘আমি অলিম্পিক গেমসে খেলতে চাই। আমি সেই সময়টায় ফ্রি থাকব। এটি আমার হাতে নেই, কারণ ফিফার প্রতিযোগিতা। ক্লাব আমাকে ছাড়ার বিষয়ও আছে। সব ঠিক থাকলে আমি খেলব।’