সাকিবদের টপকে সৌম্যর অন্যরকম রেকর্ড

Looks like you've blocked notifications!
সৌম্য সরকার। ছবি : বিসিবি

দেশের ক্রিকেটে সৌম্য সরকারের আবির্ভাব ঘটে ধূমকেতুর মতো। অন্যতম প্রতিভাবান হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও মাঝে হারিয়ে যান। দীর্গদিন ছিলেন জাতীয় দলের বাইরে। ভুলগুলো শুধরে, নিজেকে শানিত করে ফিরে আসা সৌম্য গড়লেন অন্যরকম এক রেকর্ড।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সৌম্য। আজ শুক্রবার (১৫ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড স্পর্শ করেন বাঁহাতি এই ওপেনার। এ রান করতে সৌম্য খেলেছেন ৬৪ ইনিংস। তার আগে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম দুই হাজার রান করেছিলেন শাহরিয়ার নাফীস ও লিটন দাস। উভয়ের লেগেছিল ৬৫ ইনিংস।

এ ছাড়া, সাকিব আল হাসান ৬৯ এবং তামিম ইকবাল ৭০তম ইনিংসে স্পর্শ করেন দুইহাজার রানের মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ড শুভমান গিলের। ভারতীয় এই তারকা ৩৮ ইনিংসে স্পর্শ করেন দুই হাজার রান।

২০১৪ সালে ওয়ানডেতে অভিষিক্ত সৌম্য জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ৬৮ ম্যাচে। ৬৪ ইনিংসে ব্যাট করে তার রান ২০১২। নামের পাশে আছে ১২টি ফিফটি ও তিনটি হাফসেঞ্চুরি। সর্বশেষ ম্যাচে আজ শুক্রবার (১৫ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ৬৬ বলে ৬৮ রানের ঝলমলে এক ইনিংস।