চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ?

Looks like you've blocked notifications!
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি : এএফপি

অনুষ্ঠিত হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠান। সুইজারল্যান্ডের নিয়নে আজ শুক্রবার (১৫ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয় এই আয়োজন। ৩২ দলের গ্রুপ পর্ব, ১৬ দলের রাউন্ড অব সিক্সটিন শেষে অপেক্ষা এখন শেষ আটের।

শেষ আটে সবচেয়ে কঠিন ম্যাচে মুখোমুখি হতে চলেছে স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন মাদ্রিদ, অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। শেষ আটে পরস্পর মোকাবিলা করবে একে অপরের। নকআউট পদ্ধতি হওয়ায় বাদ পড়তে হবে যে কোনো এক দলকে।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ মোকাবিলা করবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে। আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ খেলবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে।

একই দিন অনুষ্ঠিত হয়েছে সেমিফাইনালের ড্র। মাদ্রিদ-সিটি ম্যাচের বিজয়ী দল খেলবে বায়ার্ন-আর্সেনাল ম্যাচের জয়ী দলের সঙ্গে। বার্সা-পিএসজি ম্যাচে যারা জিতবে, সেমিতে তারা পাবে অ্যাথলেটিকো-ডর্টমুন্ড ম্যাচের বিজয়ী দলকে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে মাঠে গড়াবে আগামী ৯ ও ১০ এপ্রিল। ফিরতি লেগ ১৬ ও ১৭ এপ্রিল।সেমিফাইনালের প্রথম লেগ আগামী ৩০ এপ্রিল ও ১ মে। ফিরতি লেগ ৭ ও ৮ মে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ জুন।