ব্যর্থতা ভুলে পরের ম্যাচে চোখ শান্তর  

Looks like you've blocked notifications!
নাজমুল হোসেন শান্ত। ছবি : এএফপি

সবকিছুই ঠিকঠাক ছিল। তবু, কোথাও একটা কমতি ছিল। শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। অথচ, বোলাররা শুরুটা করেছিলেন চমৎকার। দ্রুত উইকেট তুলে ব্যাকফুটে ঠেলে দেন সফররতদের। সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ম্যাচে হারের তিক্ততা পায় স্বাগতিকরা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ শুক্রবার (১৫ মার্চ) শ্রীলঙ্কার কাছে তিন উইকেটে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতলেও সিরিজে এখন ১-১ সমতা। তবে, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দোষ দেননি কাউকেই। বরং জানালেন, ব্যর্থতা ভুলে পরের ম্যাচে নজর দেবে দল।

ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে অল্পের জন্য শতরান মিস করেছিলেন তাওহিদ হৃদয়। হৃদয়ের ব্যাট থেকে আসে ১০২ বলে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তার অপরাজিত ইনিংসটি সাজানো ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কায়। একটি বল বেশি পেলে হয়তো সেঞ্চুরিটা হয়ে যেত হৃদয়ের। শেষ দুই বলে দুটো ছক্কা হাঁকালেও শতক থেকে চার রান দূরে থামেন তিনি। তাকেও প্রশংসায় ভাসালেন শান্ত।

ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হৃদয় খুব ভালো খেলেছে। তার কারণে আমরা এত রান করতে পেরেছি। যেভাবে খেলেছে, তা সত্যিই দেখার মতো। আমার মনে হয় বোলিংয়ে আমরা শুরুটা ভালো করেছিলাম। সেটি ধরে রাখতে পারিনি। বোলাররা শেষ দিকে আরেকবার চেষ্টা করেছিল, ততক্ষণে ম্যাচ নাগালের বাইরে চলে গেছে। এ ম্যাচের ভুল কাটিয়ে সামনের ম্যাচে চোখ রাখছি আমরা।’