এআইয়ের ভবিষ্যদ্বাণী মিললে যে জিতবে এবারের চ্যাম্পিয়নস লিগ

Looks like you've blocked notifications!
চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ছবি : এএফপি

শেষ ষোলোর জমজমাট লড়াই শেষে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টরা। এরইমধ্যে জানা গেছে কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ। সেমির লড়াই শুরুর আগে এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতবে কে, তাই জানাল কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই)।

কোয়ার্টার ফাইনালে ড্রয়ের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বানানো অপ্টার বাছাইয়ে দেখা গেছে, এবার প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। পেপ গার্দিওলার দলের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৩২.৩০ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে আছে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। যদিও শতাংশের হিসাবে রিয়ালের অবস্থান সিটির বেশ পেছনে। কার্লো আনচেলত্তির দলের চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা ১৬.৮৭ শতাংশ। তৃতীয় ফেবারিট নামটি ইংলিশ ক্লাব আর্সেনালের। কখনও ইউরোপসেরার শিরোপা জয়ের স্বাদ না পাওয়া দলটির জয়ের সম্ভাবনা ১৩.০৯ শতাংশ।

অন্যদিকে, গত কয়েকবছর ধরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলা পিএসজি রয়েছে তালিকার চারে। প্যারিসের ক্লাবটির শিরোপা জয়ের সম্ভাবনা ১১.৮০ শতাংশ। পরের অবস্থান বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগায় খুব একটা স্বস্তিতে না থাকা বায়ার্নের ইউরোপ জয়ের সম্ভাবনা ১০.৭৫ শতাংশ। আর তালিকায় সাতে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। ৫.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে বরুসিয়া ডর্টমুন্ডও বার্সার ওপরে।