শেষ ওয়ানডেতে ডাক পেলেন হাসান মাহমুদ

Looks like you've blocked notifications!
হাসান মাহমুদ। ছবি : এএফপি

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন তানজিম সাকিব। এই পেসারের পরিবর্তে দলে সুযোগ পেলেন আরেক পেসার হাসান মাহমুদ। নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আজ রোববার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত এক বছরে বাংলাদেশ দল অনেকটাই পেস নির্ভর হয়ে উঠেছে। এর পেছনে অন্যতম অবদান হাসান মাহমুদের। নতুন বলে তরুণ এই পেসার নিজেকে প্রমাণ করেছেন। দলে তিন পেসার থাকা সত্ত্বেও হাসানকে তাই ব্যাকআপ হিসেবে শেষ ম্যাচের দলে রেখেছে বিসিবি।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। পুরো ১০ ওভার বল করার আগেই মাঠ ছেড়ে উঠে যান। দ্বিতীয় ম্যাচে অবশ্য ১০ ওভার বোলিং করেছিলেন সাকিব। প্রথম ম্যাচে তিন উইকেট পেলেও দ্বিতীয়টি পান মাত্র এক উইকেট।

খুব গুরুতর চোট না হলেও ঝুঁকি নিতে চায়নি বিসিবি। তাই আগামীকাল সোমবার (১৮ মার্চ) সিরিজের শেষ ওয়ানডে শুরুর আগে দলে ডাকা হয়েছে হাসানকে। 

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা। সিরিজে এখন ১-১ এ সমতা। শেষ ওয়ানডে তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।