যত্ন নিলে সম্পদে পরিণত হবে রিশাদ : মিরাজ

Looks like you've blocked notifications!
মেহেদী হাসান মিরাজ (বামে) ও রিশাদ হোসেন। ছবি : এএফপি

একটা সময় বাংলাদেশ দল মানেই ছিল স্পিনারদের আখড়া। বোলিংয়ে স্পিনারদের কেন্দ্র করেই পরিকল্পনা সাজাতো দল। তবে, বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকে যতজন স্পিনার এসেছেন, প্রায় সবাই অফস্পিনার। একজন লেগস্পিনারের অভাববোধ সব সময়ই ছিল। সম্প্রতি রিশাদ হোসেন সেই আক্ষেপ কিছুটা হলেও মেটাতে পারছেন।

বল হাতে এখনও সেভাবে উইকেট নিতে না পারলেও রিশাদ রান আটকাচ্ছেন নিয়মিত। ২১ বছর বয়সী এই ক্রিকেটার মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষের রানের চাকা ধীর করতে দলের তুরুপের তাস হয়ে উঠছেন। পাশাপাশি ব্যাট হাতেও লোয়ার অর্ডারে সুযোগ পেলে নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছেন। তাকে ইতোমধ্যে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক থেকে শুরু করে কোচ।

এবার রিশাদ বন্দনায় মাতলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল সোমবারের (১৮ মার্চ) ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন এই অলরাউন্ডার। সেখানেই আজ রোববার রিশাদ প্রসঙ্গে মিরাজ জানালেন, ঠিকমতো যত্ন নিলে একটা সময় সে দেশের সম্পদে পরিণত হবে।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘বাংলাদেশ দল অনেকদিন ধরে একজন লেগ স্পিনিং অলরাউন্ডার খুঁজছিল। রিশাদের ভেতরে সেই প্রতিভা আছে। তার ক্যারিয়ার সবে শুরু হয়েছে। অনেক কিছু দেওয়ার আছে দলকে। যত বেশি ম্যাচ খেলবে, তত বেশি শিখবে। দিন দিন সে উন্নতি করছে। ওকে যদি ঠিকভাবে যত্ন করা হয়, সে একদিন দেশের সম্পদ হবে।’