মুশফিকের আলোচিত উদযাপনের কারণ জানালেন শান্ত

Looks like you've blocked notifications!
মুশফিকের আলোচিত উদযাপন। ছবি : বিসিবি

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টাইমড আউট উদযাপন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছিল শ্রীলঙ্কা। এবার সেই উদযাপনের মোক্ষম জবাবই হয়তো দিল বাংলাদেশ। সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে উদযাপনের সময় মুশফিক-শান্ত মিলে করেছেন ম্যাথিউসকে করা সাকিবের সেই টাইমড আউটের ঘটনার অনুকরণ! যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ট্রফি নিয়ে উদযাপনের সময় হাতে একটি হেলমেট নিয়ে বারবার সবার সামনে দেখাতে থাকেন মুশফিক। এমনকি অধিনায়ক শান্তর কাছে গিয়ে হেলমেটের স্ট্র্যাপ দেখান, শান্তও নাটক করে দেখান কিছুই করার নেই তার। ঠিক ম্যাথিউজ যেমন করেছিলেন বিশ্বকাপের ম্যাচের দিন, মুশফিক সেই ঘটনাই আবার মনে করিয়ে দেন নাটকীয় ভঙ্গিতে টাইমড আউট উদযাপনের মাধ্যমে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকের সেই উদযাপন নিয়ে মুখ খুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তো উদযাপন করেছি। আমাদের উদযাপনের সময় যেটা মনে এসেছে করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে সেলিব্রেশন হবে। মুশফিক ভাই যেভাবে তিনটা ম্যাচে এফোর্ট দিয়েছেন। বিশেষ করে আজকের ইনিংসটা তার অন্যতম সেরা ইনিংস আমার মনে হয়, তার অনেকগুলো ইনিংসের মধ্যে। এই তো!’

ঘরের মাটিতে পরপর দুই সিরিজে লঙ্কানদের হারানোর কীর্তি, তা-ও আবার নতুন অধিনায়ক শান্তর প্রথম ওয়ানডে অ্যাসাইনমেন্টেই। সেই ২০২১ সালে আগের সিরিজ জয়টি অবশ্য এসেছিল তামিম ইকবালের হাত ধরে। তামিমের পর লঙ্কানদের বিপক্ষে নতুন করে সিরিজ জয়ের গল্প লিখলেন অধিনায়ক শান্ত।