হংকংয়ে খেলেননি মেসি, টিকিটের অর্ধেক অর্থ পেতে চলেছেন ভক্তরা

Looks like you've blocked notifications!
হংকংয়ের দর্শকরা (বামে) ও বেঞ্চে বসা মেসি। ছবি : এএফপি

লিওনেল মেসি খেলবেন, এই শর্তে গত ৪ ফেব্রুয়ারি হংকংয়ে প্রীতি ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছিল দেশটির সরকার। হংকং একাদশের বিপক্ষে ম্যাচটিতে ৪-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। তবে, ম্যাচে মেসিকে না খেলানোয় আয়োজক টেটলার এশিয়ার ওপর চটে যায় হংকং সরকার। ভক্তরাও রীতিমতো রেগে যান। হংকং সরকার ঘোষণা দেয়, আয়োজকদের দেওয়া অনুদানের টাকা কেটে রাখার।

এবার সত্যি সত্যিই অর্ধেক টাকা ফেরত পাচ্ছেন ভক্তরা। ম্যাচটির আয়োজক প্রতিষ্ঠান টেটলার এশিয়া ঘোষণা দিয়েছে, সেই ম্যাচের টিকিট কেনা প্রত্যেককে টিকিটের অর্ধেক মূল্য ফেরত দেবে তারা। বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার (১৯ মার্চ) নিজেদের একটি প্রতিবেদনে জানিয়েছে এমনটিই।

টেটলার এশিয়া বলছে, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেসি না খেলা ম্যাচটিতে যারা টিকিট কেটেছেন, তাদের অর্ধেক অর্থ ফেরত দেওয়া হবে। মেসির প্রতি তাদের আবেগ আমরা বুঝি। আশা করি, হংকং সরকারও আমাদের ওপর আর ক্ষুদ্ধ থাকবে না। শীঘ্রই আমরা এটি নিয়ে কাজ শুরু করব।’

ম্যাচটিতে না খেলা প্রসঙ্গে মেসি পরে বলেছিলেন, ’দুর্ভাগ্যজনক আমি হংকংয়ে খেলতে পারিনি। ফুটবলে এমনটা হয়ে থাকে। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন খেলা সম্ভব হয় না। অনুশীলনের সময় আমি পেশিতে অস্বস্তি অনুভব করি। যে কারণে মাঠ থেকে উঠে যাই। ফলে, ম্যাচে খেলা হয়নি।’