টেস্ট সিরিজে অনিশ্চিত মুশফিক

Looks like you've blocked notifications!
মুশফিকুর রহিম। ছবি : এএফপি

সফল ওয়ানডে সিরিজ শেষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আগামী ২২ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে আজ মঙ্গলবার (১৯ মার্চ) সিরিজকে সামনে রেখে ঘোষিত হয় বাংলাদেশের স্কোয়াড। তবে, বিকেল না গড়াতেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। চোটের কারণে মুশফিকুর রহিমের টেস্ট সিরিজ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

শেষ ওয়ানডেতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। প্রাথমিক চিকিৎসা শেষে হাতে টেপ পেঁচিয়ে খেলা চালিয়ে যান। সেটি গুরুতর কি না তখন জানা যায়নি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানিয়েছেন, আঙ্গুলে চিড় ধরেছে মুশফিকের। এতে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তবে, এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তাই, তার পরিবর্তে এ মুহূর্তে কাউকে দলে নেওয়া হয়নি।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে সেই ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়ে লঙ্কানরা আলোচিত টাইমড আউট সেলিব্রেশন করেছিল। ওয়ানডে জিতে বাংলাদেশ সেটি ফিরিয়ে দেয়। ট্রফি নিয়ে ফটোসেশনের আগ মুহূর্তে মুশফিক হেলমেট নিয়ে বিশ্বকাপের পুরো ঘটনাটা তুলে ধরেন।

সাদা পোশাকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মুশফিকের। ৮৮ ম্যাচে এখন পর্যন্ত ৩৮.০৯ গড়ে করেছেন ৫৬৭৬ রান। বাংলাদেশেল টেস্ট ইতিহাসের প্রথম ডবল সেঞ্চুরি আসে মুশফিকের ব্যাট থেকে, প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।