যেখানে সবার ওপরে শরিফুল

Looks like you've blocked notifications!
শরিফুল ইসলাম। ছবি : এএফপি

শরিফুল ইসলাম দিন দিন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। তরুণ এই পেসার হয়ে উঠেছেন বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ। নতুন বলে নিয়মিতই দলকে এনে দেন সাফল্য। সেসবের স্বীকৃতি হিসেবে এগোলেন আইসিসি র‌্যাঙ্কিংয়ে। যেখানে ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন শরিফুল।

আইসিসি আজ বুধবার (২০ মার্চ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়ানডে বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়েছেন শরিফুল ইসলাম। তার অবস্থান ২৪তম। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে তিনিই এগিয়ে।

সাত ধাপ পিছিয়ে সাকিব আল হাসান আছেন ৩১ নম্বরে। সাকিবের পরেই আছেন মেহেদী হাসান মিরাজ। ১২ ধাপ এগিয়ে তার অবস্থান ৩২তম, রেটিং পয়েন্ট ৫৪১। তবে, সবচেয়ে বেশি এগিয়েছেন তাসকিন আহমেদ। ২৭ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের পেস আক্রমণের এই নেতার। ৫০৮ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে আছেন তিনি।

পাঁচ ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানেরও। ৫০৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন তালিকার ৪৪তম স্থানে। বাংলাদেশিদের মধ্যে সেরা ৫০ এ নেই আর কোনো বোলার।

ওয়ানডে বোলারদের তালিকায় ৭১৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরেআছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।