সিলেট টেস্টের আগে শরিফুলকে ঘিরে সংশয়

Looks like you've blocked notifications!
সাদা পোশাকে শরিফুল ইসলাম। ছবি : এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে চোট পেয়েছিলেন বাংলাদেশের চার ক্রিকেটার। চোটের কারণে টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে মুশফিকুর রহিমের। আঙ্গুলের চোটে স্কোয়াডে থাকার পরও শেষ বেলায় তাকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বদলে স্কোয়াডে জায়গা পান তাওহিদ হৃদয়।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে। তার আগে আবারও চোট শঙ্কায় স্বাগতিক বাংলাদেশ। পিঠের ব্যথায় ভুগছেন পেসার শরিফুল ইসলাম। ব্যথা তীব্র হওয়ায় ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রাম থেকে দলের সঙ্গে টেস্টের ভেন্যু সিলেটে যাননি শরিফুল। ফিরে আসেন ঢাকায়। স্ক্যান করান পিঠের। পরীক্ষায় অবশ্য কোনো সমস্যা ধরা পড়েনি।

দলের সঙ্গে যোগ দিতে আজ সিলেট পৌঁছানোর কথা রয়েছে শরিফুলের। মূলত, টানা ক্রিকেট ক্লান্ত করে তুলেছে তাকে। পেসাররা এমনিতেই চোটপ্রবণ। তার ওপর গত বছরের অক্টোবর থেকে টানা খেলার মধ্যে আছেন তিনি। বিশ্বকাপ, নিউজিল্যান্ড সিরিজ, বিপিএল, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ—সবগুলোতেই খেলেছেন শরিফুল।

গত বছর বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল। তিন সংস্করণ মিলিয়ে নিয়েছেন সর্বোচ্চ উইকেট। বিপিএলে তার দল দুর্দান্ত ঢাকা বাজে খেললেও আসরের সর্বোচ্চ উইকেটি শিকারি হয়েছিলেন তিনি। দেশের ক্রিকেটের স্বার্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ শরিফুলকে অন্তত কিছুদিন বিশ্রাম দেওয়া উচিত। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে তিনি যদি নিজেকে ফিট মনে না করেন, তাহলে তাকে না খেলানোই হবে উত্তম কাজ।