ফিলিস্তিনের কাছে বড় হার বাংলাদেশের

Looks like you've blocked notifications!
বাংলাদেশ বনাম ফিলিস্তিন ম্যাচ। ছবি : বাফুফে

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৬ ধাপ এগিয়ে ফিলিস্তিন। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১৮৩ সেখানে ফিলিস্তিন আছে ৯৭ নম্বরে। স্বাভাবিকভাবেই ঢের এগিয়ে থেকেই মাঠে নেমেছিল দলটি। আর তাদের বিপক্ষে ঠিকঠাক লড়াই করতে পারেনি বাংলাদেশ।

আজ শুক্রবার (২২ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কুয়েতের জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ষষ্ঠবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় জয় যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের।

সৌদি আরবে গত কয়েকদিন ক্যাম্প করলেও মাঠে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। ম্যাচের শুরুতে বেশ ভালোই খেলে বাংলাদেশ। জাল অক্ষত রেখে এগিয়ে যাচ্ছিল তারা। তবে, বিরতির আগ মুহূর্তে হঠাৎ খেই হারিয়ে ফেলল লাল-সবুজের দল। পরপর হজম করে বসে দুই গোল।

ম্যাচের ৪৩তম মিনিটে আর ফিলিস্তিনকে ঠেকাতে পারেননি গোলরক্ষক মিতুল। প্রথম গোল হজম করে বসে বাংলাদেশ। মুসাব বাত্তাতের ক্রস ধরে দাবাঘের পা ছুঁয়ে বল পান মাহমুদ আবুওয়ার্দা। ফিরতি বলে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান দাবাঘ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে গোল হজম করে বসল বাংলাদেশ। আবুওয়ার্দার নেওয়া কর্নার থেকে অরক্ষিত থাকা শিহাব কুম্বোর গোলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় ফিলিস্তিন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। সতীর্থের ক্রসে বল পেয়ে প্রথম ছোঁয়ায় একটু উপরে তুলে কোনাকুনি শটে মিতুলকে পরাস্ত করেন কুম্বর। এরপর ম্যাচের ৫৩তম মিনিটে মাহমুদের ক্রসে বক্সে দাবাঘ সাইড ভলিতে খুঁজে নেন জাল। ম্যাচের ৭৭তম মিনিটে থ্রু পাস ধরে দাবাঘের প্রথম শট আটকালেও পুরোপুরি গ্লাভসে নিতে পারেননি মিতুল; দ্বিতীয় প্রচেষ্টাতেও বল জমাতে পারেননি তিনি; ফিরতি শটে হ্যাটট্রিক পূরণ করেন দাবাঘ।

বাংলাদেশ আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে, ১-১ গোলে ড্র করেছেন লেবাননের বিপক্ষে। অন্যদিকে ফিলিস্তিন প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে গোলশূন্য ড্র করে দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের ম্যাচটি তারা খেলবে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় ২৬ মার্চ।