ডিপিএলে চতুর্থ জয়ের দেখা পেল মোহামেডান

Looks like you've blocked notifications!
ম্যাচসেরার পুরস্কার হাতে মোহামেডানের রনি তালুকদার। ছবি : বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ অপরাজিত ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। পঞ্চম ম্যাচে এসে পেল প্রথম পরাজয়ের তিক্ততা। নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ সোমবার (২৫ মার্চ) ঢাকা মোহামেডানের কাছে ছয় উইকেটে হারে রূপগঞ্জ। রূপগঞ্জকে হারিয়ে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে মোহামেডান।

আগে ব্যাট করে ৪৭.১ ওভারে ১৭৮ রানে অলআউট হয় রূপগঞ্জ। জবাবে ৪১.৪ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৯ করে মোহামেডান।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। ২৭ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। দুই ওপেনার ফারদিন হাসান ও তৌফিক খান দুজনই এক অঙ্কের ঘরে আউট হন। ফারদিন আট এবং তৌফিক পাঁচ রানে বিদায় নেন। ওয়ানডাউনে নামা ইমরানুজ্জামান ফেরেন চার রানে।

মাঝে রূপগঞ্জের হাল ধরেন মো. রিজওয়ান ও আমিনুল ইসলাম। রিজওয়ান ২৫ এবং আমিনুল করেন ২৬ রান। প্রাথমিক বিপদ সামাল দেওয়ার পর শামিম হোসেনের ৫৯ রান দলকে একটা ভালো সংগ্রহের পথে নিয়ে যান। তবে, শেষের ব্যাটাররা দ্রুত উইকেট বিলিয়ে দিলে ১৭৮ এর বেশি করতে পারেনি রূপগঞ্জ।

মোহামেডানের পক্ষে নাসুম আহমেদ এবং আসিফ হাসান দুজনই ৩০ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেন।

জয়ের জন্য খুব বড় লক্ষ্য ছিল না মোহামেডানের সামনে। শুরুতে অধিনায়ক ইমরুল কায়েসের উইকেট হারালেও রনি তালুকদারের অপরাজিত ৯২ এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৯ রানে জয়ের পথ সহজ করে মোহামেডান। ম্যাচসেরা হন রনি। অঙ্কন পান টানা তৃতীয় ফিফটির দেখা।

রূপগঞ্জের পক্ষে ২৫ রানে দুই উইকেট নেন আব্দুল হালিম।