প্রথমার্ধে গোলবিহীন থাকলেও সাহসী লড়াই বাংলাদেশের

Looks like you've blocked notifications!
বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ। ছবি : এনটিভি অনলাইন

প্রথমার্ধের ২৭ থেকে ৩০ মিনিট, ঝড় বইয়ে দিয়েছে বাংলাদেশ। ৩০তম মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক অল্পের জন্য বার ঘেঁষে বের হয়৷ নিজেদের হোম ভেন্যুতে শুরু থেকেই প্রবল আত্মবিশ্বাসী বাংলাদেশ চেপে ঘরে ফিলিস্তিনকে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের মোকাবিলা করছে বাংলাদেশ। প্রথমার্ধে গোল না পেলেও প্রভাব বিস্তার করেছে স্বাগতিকরা। গোল শূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

ঘরের মাঠ, চেনা দর্শক, চেনা কন্ডিশনে বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী। ভয়হীন ফুটবলে স্বাগতিকরা খুব একটা সুযোগ দেয়নি সফররতদের। ২৭ মিনিটে অসাধারণ এক আক্রমণ রচনা করেন রাকিব হোসেন৷ মাঝমাঠ থেকে একা বল টেনে ঢুকে যান প্রতিপক্ষের ডি-বক্সে। বামপ্রান্ত দিয়ে সাজানো আক্রমণে রাকিবের ভুলটা হয় রাইট উইংয়ে থাকা ফয়সাল আহমেদ ফাহিমকে ক্রস না করা।

মাঝে ৩৪ ও ৩৮ মিনিটে দুটি দুর্দান্ত আক্রমণ করে ফিলিস্তিন৷ বাংলাদেশের ডি-বক্সকে ফাঁকি দিলেও মিতুল মার্মার বিশ্বস্ত হাতে জাম পড়ে বল। কখনও ঝাঁপিয়ে, কখনও লাফিয়ে দলকে বাঁচান তিনি৷ জোড়া আক্রমণের পর গা ঝাঁড়া দেয় স্বাগতিকরা। ৪৩ মিনিটে জামাল ভূঁইয়ার অনবদ্য আক্রমণে গোল প্রায় পেয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে, ফাহিমের শেষ টাচ অতটা মজবুত না হওয়ায় হতাশ হতে হয়। 

গোল না পেলেও বাংলাদেশের চোখ চোখ রেখে লড়াই আর শরীরী ভাষা সাহস জোগাবে দ্বিতীয়ার্ধে।