তামিমদের বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন পাপন

Looks like you've blocked notifications!
পাপন ও তামিম। ছবি : বিসিবি

কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের এক ফোনালাপ। দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ ছিল সেটি। তামিম-মিরাজের এমন বিজ্ঞাপনী প্রচারণা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এবার সেই বিজ্ঞাপন ইস্যুতে মুখ খুলেছেন পাপন।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) মিরপুরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমি আরেকবার বলি, আমি বলেছি যে এটা আমি এখনও দেখি নাই। তবে আমি শুনেছি, একজন বলেছে যে এমন একটা অ্যাড হয়েছে। আমি বলেছি আমার আগে জানতে হবে, বোর্ডের সাথে বসতে হবে। যদি নিয়ম ভঙ্গ করে থাকে, তাহলে বোর্ড সিদ্ধান্ত নেবে। দিস ইজ নম্বর ওয়ান।“

বিসিবি সভাপতি আরও যোগ বলেন, ‘নম্বর টু, এমন কোনো অ্যাড বা নাটক বা কোনো কিছুই করা উচিত না যেগুলো কোনো একটা ক্রিকেটার বা ক্রিকেটকে হাস্যকর কোনো কিছুতে পরিণত করতে পারে বা ছোট করতে পারে। এটাই আমার কথা। যদি কোনো জায়গায় কোনো ব্যত্যয় হয়ে থাকে তাহলে বোর্ড দেখবে।’

বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৪ (ক, খ) অনুযায়ী চুক্তিভুক্ত খেলোয়াড়, বোর্ড সদস্য, বেতনভুক্ত কেউ এমন কোনো আচরণ করতে পারবেন না, যা দেশ ও ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন করে। কিছুদিন আগে বিপিএল নিয়ে বেফাঁস মন্তব্য করায় কোচ চন্ডিকা হাথুরুসিংহের সমালোচনা হয়েছিল। সমর্থকদের মতে, হাথুরুসিংহে যদি দেশের ক্রিকেটের অপমান করে থাকেন, তবে মুশফিক-মিরাজদের ফোনালাপ নাটকও তো একই দোষে দুষ্ট।