লিটনের সমস্যা বুঝতে পারছেন না পাপন

Looks like you've blocked notifications!
লিটন দাস ও নাজমুল হাসান পাপন। ছবি : বিসিবি

ব্যাটারদের ব্যর্থতায় সিলেট টেস্টে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে লিটনের দৃষ্টিকটূ আউট নিয়ে কম সমালোচনা হচ্ছে না। এবার এই প্রসঙ্গে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেট টেস্টে এই ব্যাটারকে খেলানো ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন প্রসঙ্গে পাপন বলেন, ‘বিশ্বকাপ থেকেই ওকে দেখতেছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি। চিন্তা করে দেখেন ওর মতো একজন ওপেনার এত বছর ধরে যাকে আমরা খেলিয়েছে যার ওপর আমরা ডিপেন্ড করেছি। সে পারফর্ম করেছে এমন তো না সে খেলা পারে না। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে, তাই তাকে ওয়ানডে থেকে বাদও দিয়েছি। এর থেকে বড় সিগন্যাল কিছু তো হতে পারে না।’

সিলেট টেস্টের তৃতীয় দিনে দল ৩৭ রানে চার উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় তখন নিজের উইকেট স্রেফ আত্মাহুতি দিয়েছেন। বিশ্ব ফার্নান্দোর বল এগিয়ে এসে উড়াতে গিয়ে তালগোল পাকানো শটে ক্যাচ দেন কভারে। টেস্ট ক্রিকেটের প্রথম ডাকে লিটন নিজের জায়গাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। এর আগে ওয়ানডে সিরিজে বাজে ফর্মের কারণে দল থেকেই বাদ পড়েছেন তিনি।