রোজা রেখেই ফিলিস্তিনের বাজিমাত

Looks like you've blocked notifications!
ফিলিস্তিনের ম্যাচসেরা ফুটবলার মাইকেল তিরমানিনি। ছবি : এনটিভি অনলাইন

ম্যাচঘড়ির দিকে বারবার তাকাচ্ছিল দুদলের সমর্থকরা। যোগ করা সময়ের চার মিনিট পর্যন্তও খেলা ছিল গোলশূন্য সমতায়। বাংলাদেশের সমর্থকরা ছিল ড্রয়ের আশায়, ফিলিস্তিন ছিল একটি গোলের খোঁজে। যোগ করা সময়ে ফিলিস্তিন ফুটবলার মাইকেল তিরমানিনির গোলে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ১-০ গোলে ম্যাচ হারে স্বাগতিকরা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্বকাপ ২০২৬ প্রাক-বাছাইয়ে ফিলিস্তিনের মোকাবিলা করেছে বাংলাদেশ। শেষ সময়ের ওই গোলটিই হয়ে রয় ম্যাচের ফল নির্ধারণী।

ফিলিস্তিন একাদশের প্রায় সব খেলোয়াড়ই মুসলমান। চলছে রোজার মাস। বাংলাদেশের আবহাওয়া সে দেশের তুলনায় উষ্ণ। সবমিলিয়ে, খেলোয়াড়রা রোজা রেখেছিলেন কি না জানতে চাওয়া হয় তিরমানিনির কাছে। শেষ মুহূর্তে গোল দিয়ে ম্যাচসেরা হওয়া এই তারকা আসেন সংবাদ সম্মেলনে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোজা প্রসঙ্গে তিরমানিনি বলেন, ‘আমাদের একাদশের প্রায় সবাই রোজা রেখে খেলেছে। সংখ্যাটা আট-নয়জন হবে। এখানকার আবহাওয়া, পরিবেশ একটু গরম। তার ওপর ভ্রমণ ক্লান্তি ছিল। তবে, আমরা মানিয়ে নিয়েছি।’

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটা বেশ কঠিন হয়েছে বলে তিরমানিনি আরও বলেন, ‘এই ম্যাচ প্রত্যাশার চেয়ে বেশি কঠিন ছিল। বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়েছে। শেষ দিকে গোলটা দিতে পেরে খুব ভালো লাগছে। গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট পেয়েছি আমরা।’