চট্টগ্রাম টেস্টে থাকছেন না হাথুরুসিংহে

Looks like you've blocked notifications!
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : এএফপি

সিলেটে প্রথম টেস্ট খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আশার কথা, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দলে যুক্ত করা হয়েছে সাকিব আল হাসানের নাম। সাকিবের উপস্থিতি স্বাগতিকদের জন্য বাড়তি সাহস জোগাবে। তবে, একই সময়ে দ্বিতীয় টেস্টের সময়ে দলের সঙ্গে থাকবেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছুটি দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। হাথুরুসিংহের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন সহকারি কোচ নিক পোথাস।

মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট খুব বাজে সময় পার করছে। বিশেষত বিজ্ঞাপন ক্যাম্পেইন নিয়ে সমালোচনা, লিটন কুমার দাসের ছন্দহীনতা, রঙিন পোশাকে দারুণ করার পর সাদা পোশাকে অসহায় আত্মসমর্পণ। এমন সময়ে একটি জয় বদলে দিতে পারে দলের পরিবেশ। 

আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ এবং টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা।