মুম্বাইকে উড়িয়ে হায়দরাবাদের রেকর্ড গড়া জয়

Looks like you've blocked notifications!
হায়দরাবাদ-মুম্বাই ম্যাচ। ছবি : বিসিসিআই

মুম্বাই ইন্ডিয়ান্স চেষ্টা করেছিল শেষ পর্যন্ত। রানের যে বোঝা আগেই চাপিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ, তার ভার বইতে পারেনি মুম্বাই। আইপিএলে ইতিহাস গড়ার দিনে হায়দরাবাদ জয় না পেল যেন অপূর্ণতা রয়ে যেত। তা হয়নি। রেকর্ড ভাঙার দিনে মুম্বাইকে ৩১ রানে হারিয়েছে হায়দরাবাদ।

আগে ব্যাট করে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে হায়দরাবাদ তোলে ২৭৭ রান। জবাবে ২০ ওভারে পাঁচ উইকেটে ২৪৬ রান।

রান পাহাড়ের স্তুপে পতিত হয়েও ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে মুম্বাই। লড়াই চালিয়ে যায় প্রথম থেকেই। রোহিত শর্মা আর ইশান কিশানের ওপেনিং জুটিতে ২০ বলে আসে ৫৬ রান। ঝড়ো শুরুর পর ১৩ বলে ৩৪ করা কিশানকে ফেরান শাহবাজ আহমেদ। ১২ বকে ২৬ করে প্যাট কামিন্সের শিকারে পরিণত হন রোহিত। দুই ওপেনার ফিরে গেলেও থামেনি মুম্বাইয়ের আগ্রাসন। ওয়ানডাউনে নামা নামান ধীর করেন ১৪ বলে ৩০ রান৷ তার উইকেট নেন জয়দেব উনাদকাত।

তিন উইকেট হারালেও রানের চাকা থামেনি মুম্বাইয়ের। তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া মিলে দুরন্দান্ত গতিতে এগিয়ে নেন ম্যাচ। একটা সময় মনে হচ্ছিল, মুম্বাই বোধহয় সেফল হবে রান তাড়ায়। গড়বে নতুন রেকর্ড। তবে, কামিন্সের বলে ৩৪ বরেল ৬৪ করা তিলক আউট হলে সম্ভাবনা কমে আসে। ২০ বলে ২৪ রান করা পান্ডিয়া ফিরে গেলেও সেটি আরও ক্ষীণ হয়। শেষ দিকে মুম্বাইওেয়র টিম ডেভিডের ২২ বলে অপরাজিত ৪২ রান খেলা আবার জমিয়ে তোলে। কিন্তু, মুম্বাইকে থামতে হয় জয় থেকে ৩১ রান দূরে।

হায়দরাবাদের পক্ষে কামিন্স ও উনাদকাত দুটি করেন উইকেট শিকার করেন।

এর আগে নিজেদের ইনিংসের ১৯.৩ ওভারে শামস মুলানির বলে মিড অনে বিশাল এক ছক্কা হাঁকান হেনরিক ক্লাসেন। তাতে ভেঙে যায় আইপিএলের ১১ বছর পুরোনো রেকর্ড। রেকর্ড বই ওলটপালট করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ২৭৭ রান এখন তাদের দখলে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নেয় মুম্বাই। চলতি আসরের অষ্টম ম্যাচে বুধবার (২৭ মার্চ) মুখোমুখি হয়েছে হায়দরাবাদ ও মুম্বাই। টস হেরে আগে ব্যাট করাটা শাপেবর হয়েছে হায়দরাবাদের জন্য। তাদের করা ২৭৭ রানে ভেঙেছে ১১ বছর আগের রেকর্ড। আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে পাঁচ উইকেটে ২৬৩ রান তুলেছিল আরসিবি। সে ম্যাচে করা ক্রিস গেইলের ৬৬ বলে ১৭৫ রানের অতিমানবীয় ইনিংস এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

ম্যাচে শুরু থেকেই মুম্বাইয়ের বোলারদের ওপর চড়াও হন হায়দরাবাদের ব্যাটাররা। ওপেনিং জুটিতে মায়াঙ্ক আগারওয়াল ও ট্রাভিস হেড মিলে ২৫ বলে ৪৫ রান তোলেন। ১৩ বলে ১১ করে হার্দিক পান্ডিয়ার বলে ফিরে যান মায়াঙ্ক। তবে, ঝড় তোলেন হেড। ২৪ বলে ৯টি চার ও তিনটি ছক্কায় ৬২ রান আসে হেডের ব্যাট থেকে। জেরাল্ড কোয়েৎজের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

অভিষেক শর্মা খেলেন ২৩ বলে ৬৩ রানের আরেকটি ঝড়ো ইনিংস। অভিষেক চার মেরেছেন তিনটি, ছক্কা সাতটি। তিনি বিদায় পিযুষ চাওলার বলে আউট হয়ে। তৃতীয় ও শেষ ব্যাটার হিসেবে আউট হন অভিষেক। অব্যাহত থাকে মুম্বাইয়ের বোলারদের হায়দরাবাদ ব্যাটারদের তুলোধুনা। এইডেন মার্করাম ও ক্লাসেন মিলে শেষ ৯ ওভারে গড়েন অবিচ্ছিন্ন ১১৬ রানের জুটি। ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন মার্করাম।

মার্করামকে এক পাশে রেখে ঝড় বইয়ে দেন ক্লাসেন। চারটি চার ও সাতটি ছক্কায় ৩৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে হায়দরাবাদ পায় ইতিহাস গড়ার স্বাদ।