আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

Looks like you've blocked notifications!
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : আইসিসি

বাংলাদেশের আম্পায়ারদের মান নিয়ে রয়েছে অজস্র অভিযোগ। তার মাঝেও আশার আলো হয়ে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপ চলাকালীন আম্পায়ারিং দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন এই বাংলাদেশি আম্পায়ার। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক সিরিজে আম্পায়ারিং করেছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে।

এবার নিজেকে আরও বড় পরিসরে নেওয়ার সুযোগ পাচ্ছেন সৈকত। আম্পায়ারদের এলিট প্যানেলে তাকে যুক্ত করেছে আইসিসি। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।

৪৭ বছর বয়সী সৈকত ২০০৬ সাল থেকে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত ছিলেন। ২০১০ সালে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেন। এরপর থেকে পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। সময়ের পরিক্রমায় নিজেকে আগের চেয়ে পরিপক্ক করে গড়ে তোলেন সৈকত।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচে আম্পায়ারিং করেছিলেন সৈকত। তার মধ্যে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর ম্যাচ। পাশাপাশি তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ার এবং আরও তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। 

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অনফিল্ড আম্পায়ার হিসেবে (পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে) ১০টি টেস্ট, ৭৬টি ওয়ানডে এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০টি ম্যাচ পরিচালনা করার কীর্তিও আছে তার।

নিজের এমন অর্জন নিয়ে সৈকত বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ। প্রথমবার বাংলাদেশ থেকে কেউ আইসিসির এলিট প্যানেলে জায়গা পেল। এটি আমার জন্য অনেক সম্মান ও গৌরবের।’