মেসিকে ছাড়া আবারও হোঁচট খেল মায়ামি

Looks like you've blocked notifications!
ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি ম্যাচ। ছবি : এএফপি

লিওনেল মেসির অভাবটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। গত সপ্তাহে মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে বড় হারের পর এবার নিউইর্য়ক সিটির বিপক্ষে ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারেনি টাটা মার্টিনো শিষ্যরা।

আজ রোববার (৩১ মার্চ) মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটির বিপক্ষে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়ার পরও ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার দলটি। নিউইর্য়ক সিটির হয়ে গোল করেন আলোনসো মার্টিনেজ।

অবশ্য ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। যার ফলস্বরূপ ম্যাচের ১৫তম মিনিটেই দলকে এগিয়ে নেন তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। জুলিয়ান গ্রেসেলের মাপা ফ্রি কিকে বক্স থেকে নেওয়া দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান এই উরুগুইয়ান স্ট্রাইকার। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নিউইয়র্ক সিটি।

ম্যাচের ৩৪তম মিনিটেই তারা ফেরে সমতায়। কোস্টরিকান ফরোয়ার্ড আলোনসো মার্টিনেজ গোল করে দলকে স্বস্তি এনে দেন। পরবর্তীতে ব্যবধান বাড়াতে আক্রমণের গতি বাড়ায় মায়ামি। কিন্তু নিউইয়র্ক সিটির গোলকিপার ম্যাথু ফ্রিসের অসাধারণ পারফরম্যান্সের কারণে আর গোলের দেখা পায়নি ক্লাবটি।

ম্যাচের ৮০তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। তবে, এবারও সুয়ারেজকে গোলবঞ্চিত করেন ফ্রিস। সুয়ারেজের নেওয়া অসাধারণ শট এক হাতে ফিরিয়ে নিশ্চিত হার এড়ান তিনি। এই ড্রয়ের পর ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে আছে মায়ামি।