ফারিহার অর্জন ছাপিয়ে বাংলাদেশের সিরিজ হার

Looks like you've blocked notifications!
ছবি : বিসিবি

ঘরের মাঠে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। দাঁড়াতে পারেনি টি-টোয়েন্টিতেও। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির দুটিতেই হার। আজ মঙ্গলবার (২ এপ্রিল) ফারিহার তৃষ্ণার হ্যাটট্রিক ছাঁপিয়ে বাংলাদেশ হারল বড় ব্যবধানে। টানা দুই হারে টি-টোয়েন্টি সিরিজও হারাল বাংলাদেশের মেয়েরা।

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার আজ ৫৮ রানে। অসিদের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৩ রানেই থমকে যায় বাংলাদেশ। ভালো শুরুর পরও বরাবরের মতোই ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন দিলারা আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন স্বর্ণা আক্তার।

মিরপুর শেরেবাংলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ফারিহা তৃষ্ণা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন অসি ব্যাটার এলিসা পেরি, সফি মলিনাক্স ও বেথ মুনিরকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তিন শিকারের মাধ্যমে ইতিহাসও লিখে ফেলেন বাংলাদেশের মেয়ে। এই হ্যাটট্রিকের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে একাদিক হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ফারিহা

আজ মঙ্গলবার (২ মার্চ)  টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৬১ রান করে সফরকারীরা। অতিথিদের ৮ শিকারের মধ্যে চারটিই নিয়েছে ফারিয়া। যার মধ্যে তিনটি নিয়েছেন টানা।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দু’বার হ্যাটট্রিকের মাইলফলক অর্জন করেন ফারিহা। এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাট্রিকের স্বাদ পান তিনি। ফারিহার আগে আন্তর্জাতিক ক্রিকেটে একাদিক হ্যাটট্রিক করেছেন কেবল হংকংয়ের ক্যারি চ্যান ও উগান্ডার কন্সি এইউকো।

বাংলাদেশিদের মধ্যে ফারিহার আগে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। সেটি ছিল ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে। এরপরের নামটিই এখন ফারিহার।