দুর্নীতির তদন্তে আলোচিত সেই রুবিয়ালেসকে আটক

Looks like you've blocked notifications!
লুইস রুবিয়ালেস। ছবি : এএফপি

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে দুর্নীতির তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আটক করা হয়েছে। ডোমিনিকান রিপাবলিক থেকে মাদ্রিদ আসার পর তাকে হেফাজতে নেয় পুলিশ।

গত বছর নারী বিশ্বকাপ ফাইনালের পুরস্কার প্রদান মঞ্চে বিতর্কিত চুমুকাণ্ডের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল লুইস রুবিয়ালেসকে। তার বিরুদ্ধে সেই মামলা এখনও চলমান রয়েছে। এছাড়া রুবিয়ালেসের বিরুদ্ধে তদন্ত চলমান ছিল দুর্নীতির অভিযোগে। ওই অভিযোগে ডোমিনিকান রিপাবলিক থেকে নিজ দেশ স্পেনের বিমানবন্দরে পা রাখতেই তাকে আটক করা হয়েছে।

জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের খবর, স্পেনের রাজধানীতে পৌঁছানোর প্রায় এক ঘণ্টা পর পুলিশের সেন্ট্রাল অপারেশনাল ইউনিট ডিপার্টমেন্ট (ইউসিও) রুবিয়ালেসকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

এর আগে গত বছর বিশ্বকাপ ফাইনালের পুরস্কার প্রদান মঞ্চে শিরোপা জয়ী স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু দেওয়ার ঘটনা নিয়ে রুবিয়ালেসের বিরুদ্ধে একটা মামলা চলছে আদালতে। ৪৬ বছর বয়সী রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে আড়াই বছরের সাজা চেয়েছেন আদালতে। চুমুকাণ্ডের আন্তর্জাতিক কেলেঙ্কারির কারণ হওয়ার পর সেপ্টেম্বরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন রুবিয়ালেস।