ফিফা থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ফুটবল দল

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ফুটবল দল। ছবি : বাফুফে

গত এক বছরে বাংলাদেশের ফুটবল যথেষ্ট উন্নতি করেছিল। বছর শেষে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়েছিল ছয় ধাপ। ২০২৩ এর পুরোটা জুড়েই একটু একটু করে এগিয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। হঠাৎ করেই হলো ছন্দপতন। ভালো ফুটবল খেললেও গত মাসে ফলাফল নিজেদের পক্ষে আসেনি। ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেখা যায়, পিছিয়েছে বাংলাদেশ।

আশার কথা, খুব একটা অবনতি হয়নি জামাল-মোরসালিনদের। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৪তম। কমেছে ১১.৪৫ রেটিং পয়েন্ট। ৯১৬.৭৫ থেকে কমে লাল-সবুজের প্রতিনিধিদের বর্তমান রেটিং পয়েন্ট ৯০৫.৩।

বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বে ফিলিস্তিনের কাছে দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। গত ২১ মার্চ কুয়েতে ৫-০ ব্যবধানে হারার পর ২৬ মার্চ ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ। পরাজিত হয় ১-০ গোলে। টানা দুই ম্যাচে হার প্রভাব ফেলেছে র‌্যাঙ্কিংয়ে।

সবার ওপরে যথারীতি আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক হাজার ৮৫৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল মেসির দল। এমনকি, ২.৮ রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাঁচ নম্বরে অপরিবর্তিত আছে ব্রাজিল। এবারের হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড়  লাফ দিয়েছে ইন্দোনেশিয়া। আট ধাপ এগিয়ে দলটির বর্তমান অবস্থান ১৩৪তম। সবচেয়ে বেশি ১০ ধাপ অধঃপতন হয়েছে ভিয়েতনামের। ১০৫ থেকে নেমে তারা আছে ১১৫তে।