অলিম্পিক খেলতে মাশ্চেরানোকে এমির বার্তা

Looks like you've blocked notifications!
এমি মার্টিনেজ (বামে) ও হাভিয়ের মাশ্চেরানো। ছবি : তারকাদের অফিসিয়াল ফেসবুক পেজ

লিওনেল মেসি আসন্ন প্যারিস অলিম্পিকে খেলতে চান, এটি প্রকাশ্যে আসার পর অনেকেই নিজেদের আগ্রহ প্রকাশ করছেন। অলিম্পিক ফুটবলে অংশ নিতে মুখিয়ে আছেন আর্জেন্টিনার বড় বড় তারকারা। সেই তালিকায় আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকারা। মার্টিনেজ তো জানিয়েই দিলেন, যুব দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো চাইলে তিনি প্রস্তুত।

গোল ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে এমি বলেন, ‘আমি জানি না মাশ্চেরানোর দলে আমার জায়গা হবে কি না। তার সঙ্গে আমার কথাও হয়নি। তবে, তিনি যদি চান এবং আমাকে ডাকেন তাহলে আমি প্রস্তুত আছি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করতে।’

অলিম্পিকে মূলত দেশগুলো তাদের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে পাঠায়। নিয়ম অনুযায়ী, স্কোয়াডে ২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড় রাখা যায়। যে কারণে, মেসি-ডি মারিয়ার সুযোগ আছে অংশ নেওয়ার। মেসি, ডি মারিয়া, এমির পাশাপাশি রদ্রিগো ডি পলও জানিয়েছেন অলিম্পিক খেলার ইচ্ছার কথা।

মেসি-ডি মারিয়া সর্বশেষ অলিম্পিক খেলেছিলেন ২০০৮ সালে। বেইজিং অলিম্পিকে সেবার আর্জেন্টিনা ফুটবল দল স্বর্ণপদক পেয়েছিল। ফাইনালে গোল করেছিলেন ডি মারিয়া।